SCORE

Breaking News

অধিনায়কত্ব নিয়ে উচ্চাভিলাষী নন রিয়াদ

Share Button

mahmudullah century gesture

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। গত ১০ বছর থেকে জাতীয় দলে খেলছেন এই ক্রিকেটার। তবে অধিনায়কত্ব নিয়ে উচ্চাভিলাষী নন এই ৩১ বছর বয়সী ক্রিকেটার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়াদ বলেন, “আমি এখন যা করছি তা নিয়েই সন্তুষ্ট এর বাইরে কিছু নিয়ে ভাবতে চাই না।” অধিনায়কত্ব বিষয়ে প্রশ্ন আসলে রিয়াদ বলেন, “এই বিষয় নিয়ে আর একদিন কথা হবে।” 

Also Read - 'আমাদের অবশ্যই বাংলাদেশে যেতে হবে'

ক্রিকেটারদের একটা সময় অবসর নিতে হবে, এটা রীতি। তবে অবসরের পরেই খেলোয়াড়দের আসল স্বীকৃতি মেলে। রিয়াদের কন্ঠেও যেন তাই ঝড়লো,“সবাই এখন যেভাবে সম্মান করে এটা অসাধারণ কেননা আমি আমার কাজ করে যাচ্ছি। তবে আসল স্বীকৃতিটা মিলবে আপনি যখন অবসর নিবেন।” 

বড় মঞ্চে সবসময় রিয়াদের ব্যাট যেন তলোয়ার। এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে আছে রিয়াদের তিনটি শতক। ২০১৫ বিশ্বকাপে করেছেন টানা দুই শতক। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ের নায়ক ছিলেন রিয়াদ। করেছিলেন অপরাজিত সেঞ্চুরী। বড় মঞ্চের পারফরম্যান্স নিয়ে রিয়াদ বলেন, “নিজেকে প্রমাণ করতে হলে পারফর্ম করে যেতে হবে এবং সেটা যদি বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে আসে তাহলে ভালো। তবে সেই মুহুর্তের জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না।”

 

Related Articles

ভক্তের চিঠিতে মুগ্ধ তামিমের উত্তর

সমস্যা ওয়ালশে নয়, সমস্যা সিস্টেমে!

“অস্ট্রেলিয়া সিরিজ হওয়াটা জরুরি”

শততম সেঞ্চুরি করলেন সাঙ্গাকারা

এক ম্যাচের জন্য অধিনায়ক করা হয়েছিল ফয়সালকে!