SCORE

সর্বশেষ

অনিশ্চয়তা সত্ত্বেও অ্যাশেজের টিকিটের চড়া চাহিদা

টালমাটাল অবস্থায় থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেট রীতিমতো পুরো ক্রিকেট-বিশ্বকেই ফেলে দিয়েছে দুশ্চিন্তায়। বিশ্বের অন্যতম প্রভাবশালী ক্রিকেট বোর্ড- ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে দেশটির খেলোয়াড়দের চলমান দ্বন্দ্বে অনিশ্চিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়া জাতীয় দলে আসন্ন বাংলাদেশ ভারত সফর এবং জনপ্রিয় অ্যাশেজ সিরিজ।

তবে অ্যাশেজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সিরিজের টিকিট বিক্রিতে কোনো প্রভাব ফেলছে না ব্যাপারটি। বরং দেদারসে বিক্রি হচ্ছে নভেম্বরে শুরু হতে যাওয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার লড়াইয়ের টিকিট।

Also Read - ভারতের আধিপত্য বিস্তারে শুরু গল টেস্ট

সম্প্রতি এমন চমকপ্রদ তথ্য জানিয়েছে ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেই। অথচ সংস্থাটি নিজেই কিনা আছে ভীষণ বিপদে! আগামী ২৩ নভেম্বরে কুইন্সল্যান্ডে শুরু হবে এবারের অ্যাশেজের প্রথম ম্যাচ, আর ঐ ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে ইতোমধ্যে।

সিএ জানিয়েছে, ইতোমধ্যে গ্যাবা টেস্টের প্রথম দুই দিনের খেলার প্রায় সব টিকিট শেষ হয়ে গেছে। দ্রুত ফুরিয়ে যাচ্ছে কর্পোরেট বক্সের টিকিটগুলোও।

নির্ধারিত সময়েই অ্যাশেজ মাঠে গড়াবে- এমন আশাবাদ ব্যক্ত করে সিএ’র একজন কর্মকর্তা বলেন, ‘প্রথমত, পুরুষ এবং মহিলা অ্যাশেজ সময়মতো মাঠে গড়ানোর ব্যাপারে আমরা শতভাগ আত্মবিশ্বাসী। গ্যাবা টেস্টের টিকিট বিক্রিতে দারুণ সাড়া পাওয়া গেছে। প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় দিনেরও খুব বেশি বাকি নেই। অ্যাশেজ শুরুর কয়েকদিনের কর্পোরেট সুবিধাদিসম্পন্ন টিকিটও প্রায় শেষ হয়ে গেছে। এমন সময়েও (চলমান বিবাদে) টিকিট কেনায় আগ্রহ কমেনি।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ছিটকে গেলেন ওকস এবং স্টোকস

ওয়ানডে র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার অবনমন

ক্রীড়াঙ্গনে অস্ট্রেলিয়ার দুঃস্বপ্নের এক দিন

রয়ের তাণ্ডবে অব্যাহত ইংল্যান্ডের জয়ের ধারা

প্রথমবারের মত সিপিএলে নাম লেখালেন ওয়ার্নার