SCORE

সর্বশেষ

অবসরের আগে অন্তত একটি টেস্ট খেলতে চান গেইল

অবসরের আগে অন্তত একটি টেস্ট খেলতে চান গেইল
ক্রিস গেইল নাম শুনলেই মনে পড়ে যায় টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ধূমধাড়াক্কা বাউন্ডারির ঝড় তোলা ওয়েস্ট-ইন্ডিয়ান ক্রিকেটারের কথা। অথচ ক্রিস গেইল যে টেস্ট ক্রিকেটের অন্যতম একজন সফল ক্রিকেটারের নাম তা অনেকের মনেই পড়ে না। পড়বেই বা কি করে? তাঁকে যে সবাই টি-টোয়েন্টি ফরম্যাটেই দেখে অভ্যস্ত!

সর্বশেষ টেস্ট ক্রিকেটের সাদা পোশাকের লড়াইয়ে ক্যারাবিয়ান এ ক্রিকেটারের দেখা মিলেছিল ২০১৪ সালে। এরপর বোর্ডের সাথে নানান টানাপোড়ন আর বিতর্কের মুখে খেলাই হয়নি তাঁর আর এ ফরম্যাটে।

দীর্ঘদিন যাবত খেলা না হলেই বা কি? টেস্ট ক্রিকেটের প্রতি সুপ্ত ভালবাসা তাঁর ঠিকই সতেজ ছিল মনে। তাইতো পরিষ্কার জানিয়ে দিলেন আবারো টেস্ট খেলতে চান তিনি। অন্তত একবারের জন্য হলেও সাদা পোশাক গায়ে জড়িয়ে জাতীয় দলের হয়ে মাঠ দাপিয়ে বেড়াতে চান বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল।

Also Read - পিসিবির কাছে আকমল, সামির অনুরোধ

সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন ক্রিস গেইল। বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট ফেরি করে বেড়ালেও জাতীয় দলে প্রত্যাবর্তনের পর টেস্ট ফরম্যাটের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে গেইল বলেন, ‘আমি মনে করি টেস্ট ক্রিকেট সবচেয়ে মূল্যবান। টেস্ট ক্রিকেট পছন্দও করি আমি। ওয়েস্ট ইন্ডিজের হয় যখন আমি সাদা পোশাকে খেলেছিলাম সেটা ছিল আমার সবচেয়ে মূল্যবান সময়। সে সময় আমি কঠোর পরিশ্রম করেছি। দুটি ট্রিপল সেঞ্চুরি ও ৪০ এর উপরে গড় টেস্ট ক্রিকেটে আমার পরিচয় বহন করছে। আমি এখনো টেস্ট খেলতে চাই। শেষবারের মতো একটি টেস্ট হলেও খেলতে চাই।’

উল্লেখ্য, জিম্বাবুয়ের বপক্ষে ২০০০ সাদে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ২০১৪ সাল পর্যন্ত মোট ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৮২ ইনিংসে ব্যাট করে ৪২.১৮ গড়ে ৭২১৪ রান করেছেন এ জ্যামাইকান ক্রিকেটার। যারমধ্যে রয়েছে ১৫টি শতক ও ৩৭টি অর্ধশতক। ১৫টি শতকের মধ্যে আবার ২টি ট্রিপল, ১টি ডাবল সেঞ্চুরি রয়েছে। টেস্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ৩৩৩ রান।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সমান পারদর্শী ছিলেন তিনি। ১০৪ ইনিংসে বল করে নিজের ঝুঁলিতে নিয়েছেন মোট ৭৩ উইকেট। সর্বোচ্চ ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার।

ইমরান হাসান, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে নেপালের

ডি ভিলিয়ার্সের অবসর নিয়ে আইসিসির বিবৃতি

ডি ভিলিয়ার্সের অবসরে টুইটার প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডি ভিলিয়ার্স

দায়িত্ব থেকে বিরতি নিলেন স্ট্রস