SCORE

Trending Now

আবারও আইপিএলে দেখা যাবে চেন্নাই এবং রাজস্থানকে

Share Button

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের আগামী আসর থেকে আবারও দেখা যাবে দুই জনপ্রিয় দল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে। ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে প্রাপ্ত নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন থেকে আইপিএলে অংশ নিতে আর কোনো বাধা নেই দল দুটির।

আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস তাৎপর্যপূর্ণ দুটি নাম। আইপিএলের প্রথম আসরে চোখ ধাঁধানো পারফরমেন্সের মাধ্যমে শিরোপা জিতেছিল রাজস্থান। যদিও দলটি চ্যাম্পিয়ন হয়েছিল ঐ একবারই। অন্যদিকে ২০১০ ও ২০১১ সালে টানা দুই আসরে শিরোপা জিতেছিল চেন্নাই, দুবারই দলের নেতৃত্বে ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Also Read - তামিমের অভিযোগের অপেক্ষায় পাপন

প্রত্যাবর্তনের আসরে ফের ধোনিকে দলে চাইছে চেন্নাই কর্তৃপক্ষ। নিজের আইপিএল-জীবনের বড় একটা সময় চেন্নাইয়ে কাটানো ধোনিকে আবার চেয়ে ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক কে জর্জ জন বলেন, যদি কোনো খেলোয়াড়কে আমরা সবার আগে ফিরিয়ে আনি, নিশ্চয়ই সেই খেলোয়াড় হবে ধোনি। এখনও অবশ্য ধোনির সঙ্গে আমরা আলোচনা করিনি। পুনে সুপারজায়ান্টের সঙ্গে তার চুক্তির মেয়াদ আছে। এই বছরই শেষ হওয়ার কথা। সামনে তার সঙ্গে আমরা কথা বলব।

ফিক্সিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২০১৫ সালের জুলাইয়ে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা প্রাপ্ত হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার দল দুটির নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। এতে আইপিএলে অংশ নিতে আর কোনো বাধা রইল না দল দুটির।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

মুস্তাফিজকে চায় মুম্বাই, সাকিবকে দিল্লী

আইপিএলে সাকিব-মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি

তামিমকে দলে পেতে আগ্রহী প্রীতি জিনতা!

পন্টিংকে কোচ বানাল ডেয়ারডেভিলস

পুরনো দলেই কোহলি-ধোনি, দল হারালেন গেইল ও গাম্ভীর

Leave A Comment