SCORE

সর্বশেষ

ইনজুরিতে পড়েছেন মাহমুদউল্লাহ

wp-1500803347090.

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ফিটনেস ক্যাম্পের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এই ফিটনেস ক্যাম্পেকে ঘিরে ইনজুরিতে পড়ছেন ক্রিকেটাররা। বেশ কয়েকদিন আগে ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান তবে বর্তমানে ইনজুরি সেরে অনেকটাই সুস্থ। যোগ দিয়েছেন দলের সঙ্গেও।

অন্যদিকে চোখের ইনজুরি সেরে মাত্রই দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার রুবেল হোসেন। তবে ইনজুরিতে পড়েছেন অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন বলে জানা গিয়েছে।

Also Read - "অস্ট্রেলিয়া পুরোপুরি ইতিবাচক"

রিয়াদের এই ইনজুরির পর তাৎক্ষনিক হাসপাতালে ভর্তি করানো হয়। ইনজুরি গুরুতর কিনা সেই প্রসঙ্গে রাবিদ ইমাম জানান, “স্বাস্থ্য পরীক্ষার জন্য অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেগুলোর রিপোর্ট হাতে পেলেই তার অবস্থার কথা বুঝা যাবে।”

জাতীয় দলের প্রধান কোচ না আসাতে আসন্ন সিরিজের জন্য এখনো মূল অনুশীলন শুরু করেনি ক্রিকেটাররা। আগামী ২৪-২৫ তারিখ পর্যন্ত চলবে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। চন্ডিকা হাথুরুসিংহে আসার পরেই ব্যাটিং-বোলিংয়ের অনুশীলন করবেন ক্রিকেটাররা।

Related Articles

তিন হেড কোচ তত্ত্বের বিরোধী ফারুক

নিজেদের এগিয়ে রাখলেন আরিফুল

কারস্টেনের দৃষ্টি বিশ্বকাপে

সাদা ও লাল বলের জন্য পৃথক কোচ!

কারস্টেন ব্যর্থ হলেও প্রস্তুত আছেন কোচ!