SCORE

ওয়ালশের শিক্ষা কাজে দেবে পেসারদের

বাংলাদেশ দলের পেস বোলার শফিউল ইসলাম মনে করেন কোর্টনি ওয়ালশ এর কাছ থেকে তিনি ও অন্যান্য পেস বোলাররা যা শিখছেন তা ভবিষ্যতে কাজে দেবে তাদের।

জনপ্রিয় দৈনিক কালের কন্ঠের সাথে কথা বলার সময় তিনি জানান, ‘আমরা খুব ব্যস্ত ছিলাম। আমরা এখন আমাদের বোলিং নিয়ে ওয়ালশের সাথে কাজ করছি। আমরা এই ফিটনেসের জন্যই অপেক্ষা করছিলাম। আশা করি আমাদের এই শিক্ষা ভবিষ্যতে কাজে দেবে।’

Also Read - একাদশে পাঁচ বিদেশি খেলোয়াড়ের খেলা নিশ্চিত

তিনি আরও জানান বোলারদের হাতের অবস্থান ও সিম নিয়ে কাজ করছে ওয়ালশ। তিনি যোগ করেন, ‘আমরা মাত্রই শুরু করেছি এবং আমরা বর্তমানে হাতের অবস্থান ও সিম নিয়ে কাজ করছি। এছাড়া আমি বেশ কিছুবার ইঞ্জুরিতে পরেছি। ওয়ালশ তার সময়ে একজন ফিট বোলার ছিলেন। তাই আমি তার কাছ থেকে টিপস নিচ্ছি।’

তিনি নিজের অতীত নিয়ে ভাবছেন না। তিনি আর ইঞ্জুরিতে পরতে চান না এমনটাই জানিয়েছেন। তার মতে, ‘আমি অতীত নিয়ে ভাবছি না। আমি আমার বোলিং নিয়ে কাজ করছি। ওয়ালশের সাথে কাজ করে আমি আমার সেরাটা দিতে চাই।’

  • রাইয়ান কবির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

 

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

‘বাংলাদেশের সবাই অনেক সহায়ক’

ম্যাশ অ্যাটাকের প্রশংসায় ওয়ালস

ওয়ালস কোচ হওয়ায় উচ্ছ্বসিত সুজন

Leave A Comment