SCORE

দক্ষিণ আফ্রিকা সফর প্রসঙ্গে আত্মপ্রত্যয়ী মাশরাফি

সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। আর এর পরপরই, অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবর মাসে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। সফরে স্বাগতিক ও সফরকারী দল খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচের পৃথক তিনটি সিরিজ।

সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল চ্যানেল২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কথা বলেন মাশরাফি। এসময় তিনি আত্মপ্রত্যয়ী কণ্ঠে ব্যক্ত করেন ভালো করার প্রত্যাশা।

Also Read - যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ খেলবে সাকিবের দল

দক্ষিণ আফ্রিকাকে প্রতিষ্ঠিত দল আখ্যা দিয়ে এদের বিপক্ষে খেলাটাকে সুযোগ হিসেবে দেখছেন মাশরাফি। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে আমার মনে হয় অনেক প্রতিষ্ঠিত দল যেমন অস্ট্রেলিয়া, ভারত এরাও কিন্তু যেয়ে খুব একটা ভালো করতে পারে না। আমাদের জন্য এটি বিরাট একটি সুযোগ আমি বলবো।’ সফরকারী হিসেবে টাইগারদের উপর যে চাপ থাকবে, সেটিকেই নড়াইল এক্সপ্রেস দেখছেন সুযোগ হিসেবে- ‘প্রেশার সবারই থাকবে। যখন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসে তখন ওদেরও মাইন্ডে থাকে যে এখানে এসে কাজটি কঠিন হবে। সুতরাং সেটিকে আমি বলবো সুযোগ হিসেবে নিতে।’

বাংলাদেশ ওয়ানডে দলের দলনেতা মাশরাফি আরও মনে করছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ভালো করার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। এজন্য অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টে ভালো খেলা চান তিনি, ‘আমাদের সামর্থ্য আছে দক্ষিণ আফ্রিকায় গিয়েও ভালো খেলার। আমি বলবো দক্ষিণ আফ্রিকার আগে আমরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টে ভালো খেলতে পারি তাহলে অবশ্যই আমাদের ঐ আত্মবিশ্বাসটি ভালোভাবে জন্মাবে।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

‘হাথুরুসিংহেকে ক্ষমতা দেওয়াই বুমেরাং হচ্ছে’

এমন পারফরম্যান্সেরর কারণ খুজঁছেন হাবিবুল

“২০০ রান তাড়ার মানসিকতা তৈরি হয়নি”

টি-২০ তে দ্রুততম শতকের মালিক হলেন মিলার

এবারও হোয়াইটওয়াশে চোখ প্রোটিয়াদের

Leave A Comment