SCORE

সর্বশেষ

ফিটনেস ক্যাম্পে তামিমের যোগদান, এড়িয়ে গেছেন গণমাধ্যম

জাতীয় দলের চলমান ফিটনেস ক্যাম্পে যোগ দিয়েছেন দলের বাঁহাতি ওপেনার ও অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল। শনিবার দলের অন্যান্যদের সাথে ক্যাম্পে অনুশীলন করেন অজানা কারণে ন্যাটওয়েট টি-২০ ব্ল্যাস্ট ফেরত এই ক্রিকেটার। যদিও তামিম এড়িয়ে গেছেন গণমাধ্যমকে।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করবে অস্ট্রেলিয়া। ঐ সিরিজকে সামনে রেখে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে চলছে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের ফিটনেস অনুশীলন। এবারের ক্যাম্পে তামিম প্রথমবারের মতো যোগ দিলেন শনিবার।

Also Read - অস্ট্রেলিয়ার বিপক্ষে তাইজুলের পরিকল্পনা

যদিও এখন ইংল্যান্ডেই থাকার কথা ছিল তামিমের। এসেক্স ঈগলসের হয়ে বাঁহাতি ওপেনার খেলছিলেন ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে, এজন্য ক্যাম্পে যোগ দেওয়ার কথা চলতি মাসের শেষে। কিন্তু অজানা কারণে আসরে এক ম্যাচ খেলেই স্ত্রী-পুত্রসহ দেশে ফিরে আসেন তামিম। এরপর তামিমের পরিবারের উপর সন্ত্রাসী হামলার খবর চাউর হলেও এটি অস্বীকার করেন তিনি। যদিও ঠিক কোন কারণে হঠাত এমন দেশে ফিরে আসা- তা জানাননি এখনও।

তামিম দেশে ফেরার পর বেশ কয়েকবার তার মুখোমুখি হওয়ার চেষ্টা করেছেন গণমাধ্যমকর্মীরা। যদিও বরাবরই গণমাধ্যমকে এড়িয়ে গেছেন তামিম, যার ধারাবাহিকতা বজায় থাকলো শনিবারের ফিটনেস ক্যাম্পে যোগদানের সময়েও।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের