SCORE

সর্বশেষ

৮ বছর বালকে মুগ্ধ হয়ে পরামর্শ দিলেন শেন ওয়ার্ন

৮ বছর বালকে মুগ্ধ হয়ে পরামর্শ দিলেন শেন ওয়ার্নক্রিকেট বিশ্বে যদি দুজন গ্রেট স্পিনারের নাম উল্লেখ করা হয় তবে এর মধ্যে থাকবেন কিংবদন্তী শেন ওয়ার্ন। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এর তালিকায় দুই নম্বরে আছেন এই অজি লিজেন্ড।

ওয়ার্নের টুইট
ওয়ার্নের টুইট

৭০৮ উইকেট নিয়ে মুরালিধরনের পরে শেন ওয়ার্নের নাম। ছিলেন ব্যাটসম্যানদের জন্য এক আতংকের নাম। স্পিন জাদুতে মোহিত করেছেন ক্রিকেট বিশ্বকে। নিজের পুরনো দিনের স্মৃতিচারণ করে তিনি বলেছেন, ‘ক্রিকেট থেকে আমি যা পেয়েছি তাতে আমি গর্বিত। যদিও আমি এতটা ভালো না।’

বর্তমানে স্পেনে অবসর কাটাচ্ছেন এই স্পিন লিজেন্ড। ৪৭ বছর বয়সী এই কিংবদন্তী সামাজিক যোগাযোগ  মাধ্যম টুইটারে এক ভক্তকে দিয়েছেন পরামর্শ ভক্তের আট বছরের ছেলের জন্য।

Also Read - খুলনার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জয়াবর্ধনে

টুইট করে পরামর্শ চাওয়ায় তিনি বলেন,’ভালো দেখাচ্ছে, সে বল করার আগে একটু লাফ দেয়। তাকে একটি সোজা লাইনে আনার চেষ্টা করো। বল ঘুরাও আর মজা নাও।’

অজি গ্রেটের কাছ থেকে পরামর্শ পেয়ে নিশ্চয় বেশ উচ্ছ্বসিত ভক্ত।

  • রাইয়ান কবির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

‘পেস বোলাররা এক ফরম্যাটে খেলবেন’

অজি দলের সহ-অধিনায়ক পদকে না বলবেন না লায়ন

অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে পন্টিং

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন না স্মিথ, ব্যানক্রফট

অস্ট্রেলিয়াকে ছাপিয়ে ২ লাখ ডলার নিউজিল্যান্ডের