SCORE

Trending Now

ভারতে চাকরির খোঁজে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা!

Share Button

ভারতে চাকরির খোঁজে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা!

 

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসয়েশন (এসিএ)-র কমার্সিয়াল ম্যানেজার টিম ক্রুকশ্যাংক এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তার এই ভারত সফরের পেছনে উদ্দেশ্য হলো অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য চাকরি খুঁজে বের করা!

Also Read - প্রথম টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)-র প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করায় এই মুহূর্তে ২৩০ জনেরও বেশি অজি ক্রিকেটার চাকরিহীন হয়ে পড়েছেন। এইসব ক্রিকেটারের দায়িত্ব নিয়েছে এসিএ, আর প্রতিটি ক্রিকেটারের ‘ব্র্যান্ড ভ্যালু’ মূল্যায়নের মাধ্যমে তাদের জন্য চাকরির সুযোগ তৈরি করা হবে। এবং এসিএ মনে করছে, ভারতই হতে পারে এইসব ক্রিকেটারের জন্য সবচেয়ে বড় চাকরির বাজার।

এ প্রসঙ্গে ক্রুকশ্যাংক বলেন, ‘আমার এই ভ্রমণের মূল উদ্দেশ্য হলো কয়েকটি মিটিংয়ে অংশ নেয়া। কারণ ১ জুলাই এর পর থেকে যেসব ক্রিকেটাররা চাকরিহীন হয়ে পড়েছে, তারা এসিএ-র সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

‘তাই আমরা এখন চেষ্টা করছি স্থানীয় ও প্রভাবশালী কিছু ব্যক্তির সাথে মিটিং করতে, যাতে বাণিজ্যিক জগতে আমরা নিজেদের একটি জায়গা গড়ে তুলতে পারি, আর কিছু বাণিজ্যিক অংশিদারিত্ব গড়ে তুলতে পারি।’

বেশ কয়েক মাস ধরেই সিএ-র সাথে ক্রিকেটারদের বেতন নিয়ে দ্বন্দ্ব চলছে, যার জের ধরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়েছে, এবং হুমকির মুখে আছে অস্ট্রেলিয়া জাতীয় দলের আসন্ন বাংলাদেশ সফর ও অ্যাসেজও।

 

– জান্নাতুল নাঈম পিয়াল, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম

Related Articles

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

আইসিসির অনুমতি পেল পার্থ স্টেডিয়াম

অজিদের সহকারী কোচের ভূমিকায় পন্টিং

র‍্যাংকিংয়ে পরিবর্তন দিয়ে শেষ হল অ্যাশেজ

পন্টিংকে কোচ বানাল ডেয়ারডেভিলস

Leave A Comment