SCORE

Breaking News

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে লঙ্কান ক্রিকেটার!

Share Button

এবার ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছে এক লঙ্কান ক্রিকেটারের নাম। অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

অভিযোগ আসা ঐ ক্রিকেটারের নাম সাম্পাথ হেটিয়ারাচ্চি। যদিও অভিযোগ তার একার পেছনে আসেনি, এখানে জড়িয়ে রয়েছে আরেক ক্রিকেটারের নামও। যদিও ঐ ক্রিকেটারের নাম এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

Also Read - সিপিএলে থাকতে পারতেন আরও কজন বাংলাদেশি

ফিক্সিং তদন্ত হচ্ছে যে ব্যাপারটি নিয়ে, শ্রীলঙ্কান ক্রিকেটে সেটি পরিচিতি পেয়েছে ‘টয়লেটগেট কেলেঙ্কারি’ নামে। নামটা অদ্ভুত হলেও এর পেছনে অবশ্য আছে যথেষ্ট যুক্তি। সাম্পাথ ফেঁসে যাওয়ার পেছনে মূল ভূমিকা হিসেবে কাজ করেছে তার ব্যবহারিত টয়লেটে পাওয়া একটি ইলেকট্রিক ডিভাইস। আর সেটিই তদন্তের মূল বিষয় বলে কেলেঙ্কারির নামও হয়েছে ‘টয়লেটগেট’।

শ্রীলঙ্কান গণমাধ্যমের খবর অনুযায়ী, সাম্পাথকে শ্রীলঙ্কান ক্রিকেটের বিশেষ এক দায়িত্ব দেওয়ার কথা ছিল। তবে সেই দায়িত্ব পাওয়ার আগেই তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে টিম মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন- যা নিয়ম বহির্ভূত।

যদিও ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ এনে আইসিসির তদন্তের কথা স্বীকার করলেও অভিযোগের সত্যতা করছে না দেশটির ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড- এসএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা আশলে ডি সিলভা বলেন, এরকম কিছু ঘটেছে বলে আমাদের জানা নেই। তবে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট স্বাধীন তদন্ত চালাচ্ছে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সতেরো বছর

ভারতের পিচ কাণ্ড নিয়ে তদন্তে আকসু

চারদিনের টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে

আসছে টেস্ট ও ওয়ানডে লিগ, আইসিসির অনুমোদন

ফিল্ডারের অভিনয়, শাস্তি অতিরিক্ত রান!