SCORE

Trending Now

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খালেদ মাহমুদকে

Share Button

1280x720-xzq-1

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন গতকাল নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হলে অবস্থার উন্নতি না হওয়াতে পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। জানা যায় উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসে ভুগছিলেন তিনি।

তবে আগের চেয়ে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন খালেদ মাহমুদ সুজন। তার এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন,

Also Read - বিপিএলে নতুন দলের সাথে ব্রাভো

“আইসিইউতে থাকলেও বর্তমান সুজনের লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। তার একটা এমআরআই করানো হবে।”

তবে জানা যায় আরো উন্নতমানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে জাতীয় দলের এই সাবেক অধিনায়ককে। পারিবারিক এক সুত্র থেকে জানা যায়, সুজনকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি সেরে নিয়েছেন তারা।

Related Articles

সুজনের কাঁধেই লঙ্কাযাত্রার দায়িত্ব কতোটা যৌক্তিক?

টি-টোয়েন্টিতে তিনের সমাধান মুশফিক!

সুজনের কথার উল্টো সুর তামিমের কণ্ঠে

শুধু গামিনীর দায়, মানতে নারাজ সুজন

‘রাস্তায় গেলে আমাকে মারও খেতে হতে পারে’

Leave A Comment