SCORE

২০১৯ বিশ্বকাপেও খেলতে চান গেইল

রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হলেন ক্রিস গেইলের

বয়সটা পক্ষে নেই, পক্ষে নেই ফর্মটাও। পারফরমেন্সে আগের ধার নেই। বোর্ডের সাথে দ্বন্দ্বে জড়ানোর পর জাতীয় দলেও নিয়মিত সুযোগ পাননা। তবে কি ফুরিয়ে গেছে ক্রিস গেইল?

গেইল ফুরিয়ে গেছেন কি না সেই প্রশ্ন আপাতত সময়ের হাতেই। তবে গেইল নিজে জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপেও খেলতে চান তিনি।

Also Read - সাঙ্গাকারার ছক্কায় ভাঙল দর্শকের মোবাইল!

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে এখন খুব একটা দেখা যায়না গেইলকে। একই অবস্থা আরও কয়েকজন সিনিয়র খেলোয়াড়েরও। তবে বোর্ডের সাথে সমঝোতার পথে থাকায় আবারও তাদের জন্য খোলে গিয়েছে জাতীয় দলের দরজা। ৩৭ বছর বয়সী গেইলের বিশ্বকাপ ভাবনাটা আসছে এ কারণেই।

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে গেইল বলেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমাকে মাঠে ফিরতে দেখে ভক্তরা খুশি হয়েছিল। আশা করি, সবকিছু আরও ভালো হবে। আশা করি আরও কিছু ম্যাচ আমি খেলতে পারব। অবশ্যই ২০১৯ বিশ্বকাপ খেলতে চাই। খেলোয়াড় ও বোর্ডের মাঝে সঙ্কট কাটতে শুরু করেছে। আপাতত সবকিছু ভালো মনে হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেরা ক্রিকেটারদেরই ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামা নিশ্চিত করতে হবে।’

গেইলের নিষ্প্রভতার পেছনে অনেকে মনে করছেন, তার বুড়িয়ে যাওয়া আর ফিটনেসই বুঝি দায়ী। তবে গেইল আত্মবিশ্বাসের সাথেই জানালেন, এখনও ফিট আছেন তিনি- এখনও আমি জিমে বেশ সক্রিয়, কাজ করে যাচ্ছি। চেষ্টা করছি শরীর ঠিকঠাক রাখতে। অনেক অনেক ভ্রমণ করতে হয় আমার। তাই চেষ্টা করছি সূচি ও ট্রেনিং ঠিকমত দেখভাল করতে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপঃ দূর হবে টাইগারদের ম্যাচ খরা

বিশ্বকাপ বাছাইয়ের আয়োজক জিম্বাবুয়ে

আসছে টেস্ট ও ওয়ানডে লিগ, আইসিসির অনুমোদন

২০১৯ বিশ্বকাপ নিয়ে ভাবছেন হাথুরুসিংহে

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৯ বিশ্বকাপে খেলতে চান পিটারসেন

Leave A Comment