SCORE

সর্বশেষ

অজিদের নিরাপত্তায় তিনজন ব্যবস্থাপক ও একজন পাচক!

অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার ঢাকা আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। এক পাক্ষিকেরও বেশি সময়ের এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

যদিও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগারদের এই সিরিজটি মাঠে গড়ানোর কথা দুই বছর আগে। কিন্তু নিরাপত্তা-ব্যবস্থাকে কারণ হিসেবে দেখিয়ে দফায় দফায় সিরিজ পিছিয়েছে অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত চলতি আগস্ট মাসে টেস্ট সিরিজে অংশ নিতে ঢাকা আসার জন্য রাজী হয় দেশটির ক্রিকেট বোর্ড। তবে এখানেও ছিল বিপত্তি। বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়ার বোর্ড-খেলোয়াড় দ্বন্দ্বে একটা সময় শঙ্কায় পড়ে গিয়েছিল সিরিজটির সম্ভাব্যতা। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে অবশেষে বাংলাদেশে সফরে আসছেন স্মিথ-ওয়ার্নাররা।

Also Read - 'বাংলাদেশ চ্যালেঞ্জ'-এর জন্য প্রস্তুত স্মিথ

সফরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তা-ব্যবস্থাকে। আর এজন্য অস্ট্রেলিয়া দল ঢাকায় পা রাখার পর থেকেই তাদের সাথে সার্বক্ষণিক অবস্থান করবেন তিনজন নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপক। এই তিন অফিসিয়ালের সাথে থাকবেন একজন পাচকও, যিনি অজি ক্রিকেটারদের খাওয়া-দাওয়ার সম্পূর্ণ দেখভাল করবেন।

দায়িত্ব পাওয়া তিনজন নিরাপত্তা ব্যবস্থাপক হচ্ছেন- সিন ক্যারোল, ফ্রান্সিসকো দিমাসি এবং রবার্ট সিমন্স। পাচক বা বাবুর্চির গুরুদায়িত্ব পালন করবেন আলতামাশ ইকবাল।

সফরে অস্ট্রেলিয়ার ১৪ ক্রিকেটারের পাশাপাশি থাকবেন ১৮ জন অফিসিয়াল ও টিম ম্যানেজমেন্টের সদস্য। বিসিবি জানিয়েছে, শুক্রবার রাত ১০.৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে দলটিকে বহনকারী বিমান।

অতীতের সফরগুলোতে সফরকারী দলের সাথে নিরাপত্তাকর্মী বা অফিসিয়াল থাকলেও পাচকের উপস্থিতি খুব দুর্লভ ব্যাপার। অস্ট্রেলীয় ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এমন অদ্ভুত উদ্যোগ নিতে হয়েছে বিসিবিকে।

এ প্রসঙ্গে বিসিবির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘হোটেলে এবং মাঠে খেলোয়াড়দের খাবার সম্পর্কে দেখভাল করার জন্য আমরা তাকে রেখেছি। অবশ্য এটা বাংলাদেশের এবারই প্রথম নয়। ভারত যখন বাংলাদেশ সফর করেছিল, তাদের সাথে একজন পাচক এনেছিল।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

পরাজয়ের বৃত্তে বন্দী অস্ট্রেলিয়া

দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশদের সিরিজ জয়

রেকর্ড বই ওলট-পালট করে দিল ইংল্যান্ড

ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল ইংল্যান্ড

ছিটকে গেলেন ওকস এবং স্টোকস