SCORE

Trending Now

অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন কামিন্স

Share Button

840059090

বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম টেস্ট জিততে জয় থেকে ১৫৬ রান দূরে রয়েছে অজিরা। অন্যদিকে টেস্টটি জিততে বাংলাদেশের প্রয়োজন আরো ৮ উইকেট।

কিন্তু ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারে যেকোন সময়েই। চতুর্থ দিনের প্রথম সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুই দলের জন্যই। তবে তামিম যেমন বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখছেন তেমনি এই টেস্টে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অজি পেসার প্যাট কামিন্স। চলমান টেস্টে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন তিনি।

Also Read - এখনও জয়ের স্বপ্ন দেখছেন তামিম

“আমরা গ্রেট পজিশনে আছি। ভালো ফল আশা করছি। আগামীকাল সকালের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দুই সেট ব্যাটসম্যান আছে। আশা করি তারা দলকে আরও এগিয়ে নিবে। দুজনই ভালো খেলছে।”

কামিন্স আরো যোগ করেন, “উইকেট যদিও সহজ নয় তারপরও আমাদের জন্য এই রান কঠিন হবে বলে মনে করি না। যদিও বাংলাদেশের স্পিনাররা ভালো করছে। তারপরও আমরা ভালো অবস্থানে।”

প্রথম টেস্টে দুই ইনিংসেই অস্ট্রেলিয়া বোলারদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। চলতি বছরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ব্যাটসম্যান। তাছাড়া অজিদের বিপক্ষে দুই ইনিংসেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তামিম।

প্রথম ইনিংসে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে ৫ চার ও ৩ ছয়ের সাহায্যে ৭১ রান করেছিলেন তামিম। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অজি বোলারদের পথের কাটা হয়েছেন তামিম। খেলেন ১৫৫ বলে ৭৮ রানের ইনিংস। তামিমের চলতি ফর্মের জন্য প্রশংসা করতে ভুলেননি অস্ট্রেলিয়া পেসার কামিন্স।

“তামিম খুব ভালো ইনিংস খেলেছে। সে দুর্দান্ত ফর্মে রয়েছে। সে আমাদের চিন্তার কারণ ছিল। তার উইকেট পড়ায় আমরা ম্যাচে ফিরেছি।”

অন্যদিকে চলমান টেস্টে বল হাতে ফর্মে রয়েছেন প্যাট কামিন্স। বল হাতে প্রথম ইনিংসে ৬৩ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন ২৫ রান।

Related Articles

অস্ট্রেলিয়া স্পিনারের অনন্য কীর্তি

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

সাকিব, তামিমের মন্তব্যে বিস্মিত স্মিথ

মাঠেই জবাব দিতে চান লায়ন

Leave A Comment