SCORE

সর্বশেষ

‘অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কিছু নয়’

সামনেই বাংলাদেশ দলের কঠিন এক পরীক্ষা। আর সেই পরীক্ষা উতরাতে হলে বাংলাদেশকে হারাতে হবে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ও সবচেয়ে বেশিবারের বিশ্ব-চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশের চেয়েও অস্ট্রেলিয়া আছে এগিয়ে। তবে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বিশ্বাস, টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কিছু নয় তার দলের জন্য।

সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে মুশফিক বলেন, ‘আমরা ইংল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব কিনা সেটা নিয়ে ছিল সংশয়। কারণ, এর আগে ৫দিন যে ভালমতো লড়াই করা সেটাও কিন্তু পারিনি। কিন্তু গত দুই বছরে আমাদের দলে যোগ্য কিছু খেলোয়াড় এসেছে যারা এখন স্বপ্ন দেখায় যে কোন দলের বিরুদ্ধে টেস্ট জেতার। তো আমি মনে করি এই কন্ডিশনে যদি আমরা ইংল্যান্ডের মতোই নিজেদের মেলে ধরতে পারি এবং ঘরের সুবিধাটা নিতে পারি তাহলে অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কিছু নয়। সেটার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। আর মূল ব্যাপার হচ্ছে আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি যে কোন দলকেই হারাতে পারি বাংলাদেশ দলের সেই সামর্থ্যটা আছে।

Also Read - ঘনিয়ে আসছে আফগানদের অভিষেক টেস্টের অপেক্ষা

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসা নিয়ে এতদিন সংশয় থাকলেও আপাতত দূর হয়ে সেটি। মুশফিকও প্রত্যাশা করছেন, স্মিথ-ওয়ার্নাররা বাংলাদেশ সফরে আসবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে সাদা পোশাকে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়া দল যদি আসে, আশা করছি অবশ্যই আসবে। সেক্ষেত্রে আমাদের এই প্রস্তুতিটা খুব কাজে লাগবে। এখনও প্রায় এক মাসের মতো আছে। আমার মনে হয় এটা খুব ভাল সুযোগ নিজেদের ভালভাবে প্রস্তুত করার। সবমিলিয়ে ২৮ জন আছি, সবাই বেশ ফিট এবং সবাই বেশ ভালো অবস্থায় আছি।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের