SCORE

Breaking News

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা অনেক বড় ব্যাপার’

Share Button

mushy_28

এই মাসেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা শুধু নিজের জন্যই না, দলের জন্যও অনেক বড় ব্যাপার বলে মনে করেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

২০০৬ সালের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন টেস্ট সিরিজ খেলেনি বাংলাদেশ দল। সেবার রিকি পন্টিংয়ের অজিদের বিপক্ষে ২-০ তে হেরেছিল টাইগাররা। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ টেস্টে ৪টি’তেই পরাজিত হয়েছে বাংলাদেশ দল।

Also Read - ঢাকা ডায়নামাইটসে এবার দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার

ক্রিকেট অস্ট্রেলিয়ার, ক্রিকেটারদের সঙ্গে বেতন নিয়ে দ্বন্দ্ব থাকায় বাংলাদেশ সফরে আসছে কিনা সেটা নিয়ে জল কম ঘোলা হয়নি। অবশেষে ক্রিকেটারদের দাবি মেনে নিয়ে নির্ধারিত সূচি মোতাবেক বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে উচ্ছ্বাসিত বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিক। তিনি বলেন, “অবশ্যই এটা শুধু আমার জন্যই না, পুরো দলের জন্যই বড় একটি সুযোগ।”

“এই সিরিজ নিয়ে সবাই খুব বেশি উচ্ছ্বাসিত। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি সহজ হবে না। এটি অন্যরকম একটি চ্যালেঞ্জ আমাদের জন্য।”

“দলের অধিকাংশ ক্রিকেটাররাই বিশ্বাস করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা লড়াই করতে পারবো।”

মুশফিক আরো যোগ করেন, “এই সিরিজে আমরা নিজেদের উজাড় করে খেলবো। আমরাও জানতাম না আবার কখন ওদের বিপক্ষে মাঠে নামতে পারবো তবে এটি আমাদের জন্য নতুন শক্তি হিসেবে যুক্ত হবে।”

১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে স্টিভ স্মিথ বাহিনীরা। ২২ ও ২৩ আগস্ট বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। আগস্ট ২৭ তারিখে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আরম্ভ হবে ৪ সেপ্টেম্বর, চট্টগ্রামে।

Related Articles

খুলনার জয়ে পয়েন্ট তালিকায় বড় পরিবর্তন

১০ ভারতীয়সহ ৭৭ জুয়ারি ধরলো বিসিবি

রেকর্ড বইয়ে নাম লেখালেন বিজয়

কোচ প্রসঙ্গে আলোচনায় আগ্রহী নন ক্রিকেটাররা

ভারতকে বিদায় করে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ