SCORE

Trending Now

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বিকেএসপিতে!

Share Button

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বিকেএসপিতে!

ক্রিকেট অস্ট্রেলিয়া ও এর ক্রিকেটারদের মধ্যে বেতন সংক্রান্ত বিষয়ে সৃষ্ট ঝামেলার সমঝোতা স্বাক্ষরিত হওয়ার ফলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কেটে গেছে শঙ্কা। এর ফলে নির্ধারিত সময়ে অর্থাৎ, চলতি মাসেই দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।

সফরকারীদের বাংলাদেশ সফর নিয়ে ইতোমধ্যে সফরসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দু’ম্যাচের টেস্ট সিরিজের আগে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে অজিদের।

Also Read - দ্রুত সুস্থ হচ্ছেন সুজন, কথা বলছেন

প্রস্তুতি ম্যাচটি বিসিবির সফরসূচি অনুযায়ী অনু্যায়ী আয়োজন করার কথা রয়েছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। তবে আদৌ প্রস্তুতি ম্যাচটি ফতুল্লায় গড়াবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কেননা বৃষ্টির পানিতে পুরো স্টেডিয়ামই এখন প্লাবিত।

পাঁচ গেটের চার গেটই এমুহূর্তে পানির নিচে নিমজ্জিত। এমন অবস্থায় ফতুল্লায় ম্যাচ আয়োজন করা দুষ্করই নয় বরং অসম্ভবও বটে। তাই প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যুর ছক কষতে শুরু করেছে বিসিবি। ফতুল্লায় প্রস্তুতি ম্যাচও আয়োজন করা সম্ভব না হলে সেক্ষেত্রে বিকেএসপিতে ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বৃহস্পতিবার গণমাধ্যমে আলাপকালে এ কথা জানান তিনি। এসময় তিনি বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপির নাম উল্লেখ করে বলেন, “ফতুল্লায় খেলা না হলে অপশন হিসেবে বিকেএসপি আমাদের হাতে আছে। সেভাবে আমরা বিকেএসপি প্রস্তুত করছি। অস্ট্রেলিয়া এলে আমরা কোথাও না কোথাও প্রস্তুতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করবো।”

তবে বিকেএসপিতে অস্ট্রেলিয়ার মত বড় দলের সাথে প্রস্তুতি ম্যাচ আয়োজন করলে গণমাধ্যম কর্মীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “আমারা কিন্তু এর আগেও বিকেএসপিতে জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছি। মিডিয়া যেন ভালোভাবে ম্যাচটি কাভার করতে পারে তেমন ব্যবস্থা থাকবে। ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও করা হবে। সব ধরনের সাপোর্টের ব্যবস্থা আমরা করে দেবো।”

Related Articles

বিসিবির তালিকায় ৪ কোচ, সবাই এশিয়ার বাইরের

বোলিংয়ের ছাড়পত্র পেলেন আল-আমিন

আবারও এশিয়া কাপ বাংলাদেশে?

ঢাকায় আসছেন হাথুরুসিংহে

কোচ বাছাইয়ে অংশ নিতে পাইবাসের ঢাকা সফর

Leave A Comment