SCORE

সর্বশেষ

অস্ট্রেলিয়া দলে আরো এক পরিবর্তন

Injury forces another change in Aus squad
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে পরিবর্তন এনেছে টিম অস্ট্রেলিয়া। মূলত ইনজুরির কারণেই এই পরিবর্তন করতে হচ্ছে অজিদের।ডানহাতি পেসার জেমস প্যাটিনসনের ইনজুরির কারণে দলে সুযোগ পেয়েছেন আরেক ডানহাতি পেসার জ্যাকসন বার্ড।

কিছু ঘন্টা আগে দলে একজন ক্রিকেটার বাড়িয়েছিল অজিরা। বাংলাদেশ সফরের টেস্ট সিরিজের জন্য আগেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে আজ (শনিবার) লেগস্পিনার মিচেল সুইপসনকে দলে অন্তর্ভূক্ত করে সেই সংখ্যা ১৪ তে নিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে দলে আরো এক পরিবর্তন করতে হচ্ছে।

পেসার জেমস প্যাটিনসন ঘাড়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে ছিঁটকে গেছেন। জুনে ঘোষিত অস্ট্রেলিয়া দলের স্কোয়াডে ছিলেন প্যাটিনসন। যার পরিবর্তে সুযোগ পেয়েছেন জ্যাকসন বার্ড। ৬ ফুট ৫ ইঞ্চি লম্বার এই ক্রিকেটার জাতীয় দলের খেলেছিলেন ৮ টি টেস্ট। ২০১২ সালে শ্রীলংকার বিপক্ষে অভিষেক হওয়া বার্ড এখন পর্যন্ত ১৬ ইনিংসে নিয়েছেন ৩৪ টি উইকেট। সর্বোচ্চ ৫৯ রানে ৫ উইকেট।

Also Read - বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলে সোয়েপসন

দুই টেস্টের সিরিজ খেলতে চলতি মাসের ১৮ তারিখ বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ১৯-২১ তারিখ পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারীরা। এরপর ২২-২৩ আগস্ট ফতুল্লায় দুই দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে অজিরা। এরপর আবার ২৪-২৬ আগস্ট পর্যন্ত মিরপুরে চলবে অনুশীলন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট রবিবার। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলঃ  স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহকারী অধিনায়ক), অ্যাশটন এগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম, হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জ্যাকসন বার্ড, ম্যাথিও রেনশ, ওয়েড এবং মিচেশ সুইপসন।

 

 

Related Articles

বক্সিং ডে টেস্টে থাকছেন না স্টার্ক

বাংলাদেশ সফরের দিকে তাকিয়ে বার্ড