SCORE

Trending Now

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন ও’কিফ

Share Button


সাইড স্ট্রেইনের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ও ভারত সফর থেকে ছিটকে গিয়েছজেন অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার জশ হ্যাজলউড। বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টের  জন্য জশ হ্যাজলউডের পরিবর্তে আরো এ স্পিনারকে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। আর তিনি হলেন ৩২ বছর বয়সী বাঁহাতি স্পিনার স্টিফেন ও’কিফ।

গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার ভারত সফরে পুনে টেস্টে ১২ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এ স্পিনার। সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের ভালোই ভুগিয়েছিলেন তিনি। পুরো সিরিজে ১৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ও’কিফ।

তবে মাঠের বাইরের ঘটনায় বাংলাদেশের বিপক্ষে ও’কিফ ছিলেন স্কোয়াডের বাইরে। ভাগ্য খুলে গেল হ্যাজলউডের চোটের কারণে। অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিল তিন স্পিনার- নাথান লায়ন, অ্যাশটন অ্যাগার ও মিশেল সোয়েপসন। এবার তাদের সাথে যোগ দিচ্ছেন ও’কিফ।

Also Read - সিরিজে সমতা ফেরাল ক্যারিবীয়রা

এখন পর্যন্ত ৮ টেস্ট খেলেছেন ও’কিফ। ২৭.৩০ গড়ে শিকার করেছেন ৩৩ উইকেট। এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন দুইবার।

অস্ট্রেলিয়ার স্কোয়াডে পেসার হিসেবে এখন  আছেন প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ড। মূলত দলে বার্ড থাকায় পেসারের পরিবর্তে স্পিনার নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হন্স। তিনি বলেন, “স্কোয়াডে জ্যাকসন বার্ড থাকায় আমরা দ্বিতীয় টেস্টের জন্য ফাস্ট বোলিং নিয়ে আমরা সুবিধাজনক স্থানেই আছি। তাই চট্টগ্রামে যে কন্ডিশনে আমাদের খেলতে হবে সেখানে একজন অতিরিক্ত স্পিনারকে অন্তুর্ভুক্ত করার জন্য নির্বাচিত করেছি। 

ভারত সফরেও খেলতে পারবেন না জশ হ্যাজলউড। ভারত সফরের জন্য তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আরেক পেসার কেইন রিচার্ডসন।

বুধবার বিকেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন স্টিফেন ও’কিফ। আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার বর্তমান স্কোয়াডঃ ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভ স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, মিশেল সোয়েপসন, নাথান লায়ন, প্যাট কামিন্স, জ্যাকসন বার্ড, হিলটন কার্টরাইট এবং স্টিফ ও’কিফ।

Related Articles

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

আইসিসির অনুমতি পেল পার্থ স্টেডিয়াম

অজিদের সহকারী কোচের ভূমিকায় পন্টিং

র‍্যাংকিংয়ে পরিবর্তন দিয়ে শেষ হল অ্যাশেজ

পন্টিংকে কোচ বানাল ডেয়ারডেভিলস

Leave A Comment