SCORE

Trending Now

অস্ট্রেলিয়া সিরিজে স্পিন কোচ জোশি


স্পিন কোচ হিসেবে সাবেক ভারতীয় স্পিনার সুনীল জোশিকে পেতে আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঝে আলোচনায় এসেছিল অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের নাম। অবশেষে স্পিন কোচ হিসেবে চূড়ান্ত হলো সুনীল জোশির। ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজে স্পিন কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

আপাতত ২০ দিনের জন্য বাংলাদেশের স্পিনারদের সাথে কাজ করবেন জোশি। জোশির নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। অস্ট্রেলিয়া সিরিজ শেষে জোশির সাথে দীর্ঘ মেয়াদে চুক্তি করা নিয়ে ভাববে বিসিবি।

এ বছরের ফেব্রুয়ারিতে একটি টেস্ট খেলতে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। সেখানেই প্রস্তাব দেওয়া ভারতের সাবেক এ স্পিনারকে। বিস্তারিত আলাপের জন্য হায়দরাবাদ এসেছিলেন জোশি।

Also Read - সন্দেহের তীরে বিদ্ধ ব্রাফেটের অ্যাকশন

ভারতের হয়ে ১৫ টেস্ট ও ৬৯ টি ওয়ানডে খেলেছেন সুনীল জোশি টেস্টে উইকেট নিয়েছেন ৩৯ টি। ওয়ানডেতে শিকার করেছেন ৬৯ উইকেট। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতের জার্সিতে খেলেছেন এ বাঁহাতি অর্থোডক্স স্পিনার। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের নয় উইকেটের জয়ের পেছনে অবদান ছিল তার। ঐ ম্যাচের ম্যাচসেরা জোশি দুই ইনিংসে নিয়েছিলেন আট উইকেট।

২০১২ সাল পর্যন্ত জোশি খেলেছেন প্রথম শ্রেনির ক্রিকেট। এরপর দায়িত্ব পালন করেছেন জম্মু ও কাশ্মিরের কোচ হিসেবে। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের আগ পর্যন্ত ছিলেন ওমান জাতীয় দলের স্পিন কোচ। আসামের কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।

বাংলাদেশ সাবেক সহকারী কোচ রুয়ান কালপাগে স্পিন কোচের দায়িত্বটাও পালন করছিলেন। কিন্তু ছুটি নেওয়ার পর আর না ফিরে আসায় ২০১৬ সালের আগস্টে কালপাগেকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এরপর থেকেই একজন স্পিন কোচের সন্ধানে ছিল বিসিবি।

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

স্বাধীনতা দিবস ক্রিকেটে সাবেকদের মেলা

সিনিয়রদের বিশ্রামের ভাবনা বিসিবির

সৌম্য’র ব্যাটিং তাণ্ডবে হার সাব্বিরের দলের

‘এই পরিস্থিতিতে নায়ক হওয়া যায়, খলনায়কও হওয়া যায়’

চান্দের শতকে জয় শেখ জামালের

Leave A Comment