SCORE

সর্বশেষ

অ্যান্ডারসনের সম্মানে ‘জেমস অ্যান্ডারসন এন্ড’


ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনকে সম্মানে ইংল্যান্ডের ম্যানচেস্টারের দ্য ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডের প্যাভিলিয়ন প্রান্তের নামকরণ করা হয়েছে তার নামে। নাম দেওয়া হয়েছে ‘জেমস অ্যান্ডারসন ইন্ড”।

শুক্রবার এ মাঠেই সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দক্ষিন আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট শিকার থেকে ২০ উইকেট দূরে থাকা অ্যান্ডারসনকে সম্মান জানানো হচ্ছে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের উদ্যোগে প্যাভিলিয়ন প্রান্তের নাম দেওয়া হয় জেমস অ্যান্ডারসন ইন্ড।

নিজের কাউন্টি ক্লাব থেকে এমন সম্মান পেয়ে বিস্মিত ৩৫ বছর বয়সী অ্যান্ডারসন। পাশাপাশি দারুণ আনন্দিত। নিজেই বিশ্বাস করতে পারছেন না এ খবর।

Also Read - টিভিপর্দায় সিপিএল টি-টোয়েন্টি ২০১৭

অ্যান্ডারসন বলেন, “আমি এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না যে এটা হয়েছে। এগুলো সাধারণত হয়ে থাকে যখন খেলোয়াড়রা খেলা ছেড়ে দেয়। আর আমার সাথে  এটি হলো যখন আমি এখনো খেলছি। খুব সম্ভবত আমি ম্যাচে এ প্রান্ত থেকে বোলিং করব।”

ইংল্যান্ডের হয়ে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী অ্যান্ডারসন। ১২৫ টেস্টের ২৩৪ ইনিংসে বোলিং করে ৪৮০ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে রঙিন জার্সিতে অ্যান্ডারসনকে দেখা যায়নি। ১৯৪ টি আন্তর্জাতিক ওয়ানডে খেলে ২৬৯ টি উইকেট নিয়েছেন তিনি।

-আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম 

Related Articles

ক্রিকইনফোর পঁচিশ বছরের সেরা টেস্ট একাদশ

পিটারসেনকে বেছে নেওয়ায় বিসিসিআইয়ে তোলপাড়

দিবা-রাত্রির টেস্ট না খেলায় ভারতের সমালোচনায় মার্ক

টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় কোহলি

শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা