SCORE

Trending Now

ইউল্যাবের মাঠে সন্তুষ্টি জানিয়েছে সিএ

Share Button

স্মিথ-ওয়ার্নাররা বোর্ডের সাথে সমঝোতায় গিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে নিশ্চয়তা দিলেও বেরসিক প্রকৃতি এখনও নিশ্চিত করতে দেয়নি সিরিজ শুরুর আগে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচকে। তবে বুধবার (১৬ আগস্ট) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ- ইউল্যাবের মাঠ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ সফররত ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধি দল। ফলে প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যুর তালিকায় এখন জোরেশোরে উচ্চারিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস সংলগ্ন মাঠটিও।

বুধবার দুপুরের পর মোহাম্মদ বেড়িবাঁধের রামচন্দ্রপুড়ে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে মাঠ পরিদর্শনে যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। মাঠ পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যদের চোখেমুখে ছিল সন্তুষ্টি। পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলাপকালে সেটি মুখের ভাষায়ও প্রকাশ করেছেন তারা।

Also Read - মধুর সমস্যায় নির্বাচকরা

তবে ইউল্যাবের মাঠটি অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচের ভেন্যু হচ্ছে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শনে যাবে দুই সদস্য-বিশিষ্ট প্রতিনিধি দলটি। এরপরই জানা যাবে, টাইগারদের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে কোন ভেন্যুতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেবে স্টিভ স্মিথের দল।

এদিকে বুধবার প্রতিনিধি দলের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সভা করেছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সভায় অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সময়ে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।

অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় বিসিবি। সূচি অনুযায়ী ফতুল্লাতেই অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটি। কিন্তু অতি বর্ষণে ফতুল্লার জলাবদ্ধতা দেখা দিলে এই পরিকল্পনা থেকে সরে আসে বিসিবি। পরবর্তীতে সিলেট  আন্তর্জাতিক স্টেডিয়ামকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু করার কথা ভাবলেও তাতে সম্মতি জানায়নি সিএ। শেষমেশ ইউল্যাবের মাঠকেই বেছে নেয় বিসিবি। তবে ফতুল্লা পরিদর্শনের পর প্রতিনিধি দল সন্তুষ্টি জানালে প্রস্তুতি ম্যাচটি সেখানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের

Leave A Comment