SCORE

Trending Now

উপমহাদেশের ফাঁড়া কাটাতে চান লেম্যান

Share Button

সকল শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া জাতীয় দল। এক পাক্ষিকেরও বেশি সময়ের সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

শক্তিমত্তায় এবং পরিসংখ্যানের বিচারে বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও স্টিভ স্মিথের দল স্বস্তিতে নেই একটি কারণে, আর সেটি হল উপমহাদেশের মাটিতে দলটির নিষ্প্রভতা। বদলে যাওয়া বাংলাদেশের দারুণ ব্যাটিং লাইনআপ এবং বোলিং আক্রমণের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এখানকার আবহাওয়া ও পিচ।

Also Read - কোচের উপর নাখোশ সিনিয়ররা, পাপনকে নালিশ

তবে এ নিয়ে দুশ্চিন্তা ঝেড়ে ফেলে জয় নিয়েই ভাবছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। সাংবাদিকদের সাথে আলাপকালে ল্যামেন জানান, শক্ত প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ই অজিদের লক্ষ্য।

ল্যামেন বলেন, ‘বাংলাদেশের কিছু ভালো ব্যাটসম্যান আছে। দেশের মাটিতে তাদের রেকর্ডও ভালো। ইংল্যান্ডের বিপক্ষেও তারা ভালো খেলেছে। তাদের টপ অর্ডার জানে কীভাবে বড় স্কোর করতে হয়।

 

সেক্ষেত্রে বাংলাদেশের টপ অর্ডার বধের পরিকল্পনাটাও জানালেন অস্ট্রেলীয় কোচ, জানালেন উপমহাদেশের কুফা কাটিয়ে সিরিজ জয়ের ইচ্ছেটাও,আমাদের প্রথম লক্ষ্য থাকবে নতুন বলে কিছু করা। এছাড়া শেষ দিকে স্পিনাররা ভালো করবে। আমরা ভারতের বিপক্ষে সঠিক পথেই ছিলাম, এরপর শেষ পর্যন্ত হেরে যাই। এবার আমাদের প্রধান লক্ষ্যই দেশের বাইরে সিরিজ জয়।’

উইকেট সম্পর্কে জানতে চাইলে স্মিথ-ওয়ার্নারদের শিক্ষক জানান, এখনও মিরপুরের উইকেট দেখা হয়নি তার। তবে স্পোর্টিং উইকেটের আশায় বৃষ্টির বাগড়ার শিকার না হওয়ারও প্রত্যাশা করেন লেম্যান, ‘আমি এখনও মিরপুরের উইকেট দেখিনি। সাধারণত এখানকার উইকেট ভালো হয়। আউটফিল্ডও ভালো। আশা করছি ম্যাচের সময় আর বৃষ্টি হবে না। আমরা একটি উত্তেজনা পূর্ণ ম্যাচ উপহার দিতে পারব।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ইতিহাস গড়ে জিতল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে উড়িয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

বোলারদের দিনে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

আইসিসির অনুমতি পেল পার্থ স্টেডিয়াম

Leave A Comment