SCORE

Trending Now

ওয়ার্নারকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপমহাদেশের উইকেটের সাথে মানিয়ে নিতে তেমন উইকেট বানিয়ে অনুশীলন করছে অস্ট্রেলিয়া। এদিকে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে গতকাল (মঙ্গলবার) ব্যাট করার সময় মাথায় আঘাত পান অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে বাংলাদেশ সিরিজের আগেই পুরোপুরি ঠিক হয়ে যাবেন ওয়ার্নার, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এমনটিই জানিয়েছে।

গতকাল পেসার জস হ্যাজলেউডের একটি বাউন্সার ডেলিভারিতে হুক শট খেলতে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু বলের লাইন মিস করায় বলটি ওয়ার্নারের ঘাড়ে লাগে। সাথে সাথেই মাঠ ছাড়েন এই বামহাতি ব্যাটসম্যান। তবে আঘাত মারাত্মক নয়। ওয়ার্নারের বর্তমান অবস্থা জানিয়ে অস্ট্রেলিয়ার দলের কোচ ড্যারেন লেহম্যান বলেছেন, “সবকিছু ঠিকঠাক আছে। আজ সে মাঠে হাঁটাহাঁটি করেছে। সুতরাং, এটা বলা যাচ্ছে যে সে নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাবে। আগামীকাল অথবা পরশু তার সম্পর্কে আমরা আপডেট পাব।”

Also Read - সুরমা সিক্সার্সে ওয়েস্ট ইন্ডিজের ফ্লেচার

নিজেদের মধ্যে চলমান অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচের আজ শেষ দিন। তবে আজ মাঠে নামেননি ডেভিড ওয়ার্নার। এদিকে আজকের ম্যাচ শেষে একদিনের বিরতি পাবেন অজি ক্রিকেটাররা। এরপর আগামী ১৮ আগস্ট (শুক্রবার) ঢাকার উদ্দেশ্যে দেশ ছাড়বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে দলের সাথেই আসবেন ওয়ার্নার।

উল্লেখ্য, ১৮ তারিখ বাংলাদেশে এসে আগামী ২২-২৩ আগস্ট একমাত্র অনুশীলন ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। মূল লড়াই শুরু ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

যা শুনে ডি ককের দিকে তেড়ে গিয়েছিলেন ওয়ার্নার

ওয়ার্নার-ডি কক কাণ্ডে নতুন বিতর্ক

রাজনীতিবিদ ওয়ার্নার!

কোহলিকে অতিক্রম করে গেলেন ওয়ার্নার

টেস্ট র‍্যাংকিংয়ে মুশফিক-সাব্বিরদের উন্নতি

Leave A Comment