SCORE

Breaking News

ওয়ার্নারের পোস্টে ফিজের জবাব

Share Button

মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ দলের তরুণ ফাস্ট বোলার। মুস্তাফিজ নামের পাশাপাশি তার ফিজ নামটাও জনপ্রিয়। আর তাকে ফিজ নামে ডেকে নামটিকে প্রতিষ্ঠিত করেছিলেন ডেভিড ওয়ার্নার।

আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদে গত বছর একসাথে খেলেছিলেন ওয়ার্নার ও মুস্তাফিজ। দুর্দান্ত ফর্মে ছিলেন দুজনই, দলকে জিতিয়েছিলেন শিরোপাও। সবকিছু ছাপিয়ে একসময় ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচা হয়েছিল দুজনের মধুর সখ্যতার খবর।

Also Read - প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশায় হাসি

মুস্তাফিজকে বেশ কয়েকবার প্রশংসার সাগরে ভাসানো ওয়ার্নার এবার ফিজের প্রতিপক্ষ হয়ে আসছে বাংলাদেশ সফরে। আর এ নিয়ে শুক্রবার বিমানে বসে ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন ওয়ার্নার। সেখানে লেখা ছিল- ঢাকা, আমরা আসছি। সাথে যুক্ত করেছিলেন বিমানে বসা অবস্থায় নিজের একটি ছবিও।

ওয়ার্নারের পোস্টের কয়েক ঘণ্টা পর সেই ছবিতে মন্তব্য করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সেখানে ওয়ার্নার ও তার দলের নিরাপদ ভ্রমণ প্রত্যাশা কামনা করেন তরুণ পেসার। ফিজ লিখেন, ‘তোমাদের ভ্রমণ নিরাপদ হোক! বাংলাদেশ তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত।’

তবে আগামী কয়েকদিন মুস্তাফিজ ও ওয়ার্নারের সুসম্পর্ক যে ততটা থাকছে না, সেটি বলাই যায়। দুজনই যার যার দলের মূল অস্ত্র, রীতিমতো তুরুপের তাস। দুজন আবার পরস্পরের বিপরীত ভূমিকায়। পেশাগত কারণে তাই একে অন্যের অমঙ্গল কামনা করেই মাঠে নামবেন মুস্তাফিজ ও ওয়ার্নার। সেই লড়াইয়ে জয়ী হবেন মুস্তাফিজ- এমনই আশা বাংলাদেশের সমর্থকদের।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

অস্ট্রেলিয়ার চমকে ভরা অ্যাশেজ স্কোয়াড

এক ম্যাচেই স্টার্কের দুই হ্যাট্রিক!

স্টোকস ইস্যুতে ইংল্যান্ডকে স্মিথের খোঁচা

ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের পরিণতি ড্র

অজিদের বাসে ঢিলঃ দুই ভারতীয় আটক