SCORE

Trending Now

কঠিন সমীকরণের সামনে শ্রীলঙ্কা

Share Button

চ্যাম্পিয়ন্স ট্রফির শ্রীলঙ্কা দলে ফিরলেন ম্যাথিউস, মালিঙ্গা

কঠিন সমীকরণের সামনে একসময়ের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। খারাপ সময় পার করা দেশটির ক্রিকেট দল এবার বিশ্বকাপে খেলা নিয়েই রয়েছে অনিশ্চয়তার মুখে।

ক্রমাগত হারের পথে থাকায় র‍্যাংকিংয়ে শ্রীলঙ্কার ওয়ানডে দল নেমে গেছে বেশ নিচে। এতে করে শঙ্কার মুখে পড়েছে আগামী ২০১৯ বিশ্বকাপে দলটির সরাসরি খেলবার সম্ভাবনা।

Also Read - তবুও আশাবাদী মুমিনুল

আগামী ৩০ সেপ্টেম্বর আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকবে যে দলগুলো, এরাই আগামী বিশ্বকাপে সরাসরি অর্থাৎ বাছাইপর্ব না খেলেই অংশ নেবে। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে শ্রীলঙ্কা আছে তালিকার আটেই, কিন্তু তাদের টপকে যাওয়ার সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজের। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে তালিকার নবম স্থানে। নির্ধারিত ডেডলাইনের আগে ক্যারিবিয়রা ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে। মোট এই ছয়টি ম্যাচে যদি উইন্ডিজরা জয়লাভ করে, তাহলে শ্রীলঙ্কাকে এই সময়ের মধ্যে অন্তত দুটি ম্যাচ জিততে হবে।

৩০ সেপ্টেম্বরের মধ্যে লঙ্কানদের ওয়ানডে ম্যাচ আছে শুধু ভারতের সাথেই (পাঁচ ম্যাচের সিরিজ)। এই সিরিজে অন্ততপক্ষে দুটি ম্যাচ জিততে হবে ম্যাথুস-চান্দিমালদের। সেক্ষেত্রে নিশ্চিত হয়ে যাবে বাছাইপর্ব এড়িয়ে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলা। আর তা না হলে লঙ্কানদের তাকিয়ে থাকতে হবে উইন্ডিজদের জয়-পরাজয়ের দিকে।

তবে শ্রীলঙ্কার অস্বস্তির সময়ে স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজও। বরং তাদের সমীকরণটা আরেকটু বেশিই কঠিন। ডেডলাইনের মধ্যে ক্যারিবিয়রা যদি অন্তত একটি ম্যাচে হারে, তাহলে গেইল-পোলার্ডদের কামনা করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সবকটি ম্যাচেই জয়। অবশ্য দুঃসময় পার করা উইন্ডিজ ক্রিকেট ইতোমধ্যে হাল ছেড়েই দিয়েছে, একইসাথে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার আশাও। র‍্যাংকিংয়ে অবনমিত হতে হতে এ বছর অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে অংশ নিতে পারেনি দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা!

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

বিদেশ-বিভূঁইয়ে দেশের ক্রিকেটের ফেরিওয়ালা

“আফগানিস্তানকে বিশ্বকাপ এনে দিতে চাই”

আরও কঠিন হল শ্রীলঙ্কার বিশ্বকাপ সমীকরণ

বাংলাদেশ থেকে সরে যাচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব

মাশরাফির মতামতকেই গুরুত্ব দেবে বিসিবি

Leave A Comment