SCORE

Trending Now

‘কায়েসের ভাগ্যটাই খারাপ’

Share Button

Mushfiqur Rahim with Kayes (1)

টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে অধিকাংশ ম্যাচেই তামিমের সঙ্গে ওপেন করেছিলেন ইমরুল কায়েস। দিনের পর দিন নিজেকে তামিমের যোগ্য ওপেনার হিসেবে গড়ে তুলেছেন। তবে দলের হয়ে এতদিন খেলার পরেও নিজের ব্যাটিং পজিশন নিয়ে এখনো দ্বিধায় থাকতে হয় কায়েসকে।

ক্যারিয়ারে ২৮ টেস্টে ২৫ টেস্টই খেলেছেন ওপেনার হিসেবে। বাকি তিন টেস্টে খেলেছেন তিনে। যেখানে তার ব্যাটিং গড় ৩৫ এর কাছাকাছি। রয়েছে একটি শতকও। তবে নিজেকে ওপেনিংয়েই বেশ মানিয়ে নিয়েছেন কায়েস। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে ব্যাট করেছেন তিনে।

Also Read - কোচের টুইট সম্পর্কে জানেন না মুশফিক!

তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও তিনেই দেখা যেতে পারে কায়েসকে। টেস্টে সৌম্যর শেষ ৫ ইনিংসে দুর্দান্ত ফর্মের কারণে তামিমের সঙ্গী হিসেবে সৌম্যকেই দেখা যাবে। তবে দলে কায়েসের ব্যাটিং পজিশন নিয়ে লেজ বাঁকানোর বিষয়টি ভালো চোখে দেখেননি দলপতি মুশফিক।

কায়েসকে দুর্ভাগা হিসেবে আখ্যাহিত করেন তিনি। শনিবার মূল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন মুশফিকুর রহিম। সেখানে কায়েসের ব্যাটিং প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, “ওর জন্য খারাপ লাগে আসলে। নয় বছর খেলার পর এখনও খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। আমি বলবো ও একটা দুর্ভাগা ব্যাটসম্যান।”

তবে দলের প্রয়োজনে মাঝেমধ্যে নিজের পছন্দের জায়গাটাও বলিদান দিতে হয় বলে জানান মুশফিক। তবে তিন নম্বরে ব্যাটিং করলেও অজিদের বিপক্ষে কায়েস ভালো করবেন বলে আশাবাদী মুশফিকুর রহিম।

“অনেক সময় টিম কম্বিনেশন বা পরিস্থিতির কারণে পছন্দ না হলেও পরিবর্তন আনতে হয়। তবে আমরা জানি, কায়েস অসাধারণ একজন খেলোয়াড়। আশা করি এই সিরিজেও দারুণ কিছু করবে। গত ইংল্যান্ড সিরিজেও সে খুব ভালো ব্যাটিং করেছে।”

Related Articles

বিজয়ের সামনে রেকর্ড বইয়ে নাম লেখানোর হাতছানি

সাকিব তিনে, রিয়াদ পাঁচে!

ত্রিদেশীয় সিরিজের শুরুতে থাকবেন ইমরুল?

ডিপিএলের আইকন তালিকায় বিজয়, বাদ সাব্বির

অনুশীলনেই চোটের শিকার তিন ক্রিকেটার

Leave A Comment