SCORE

সর্বশেষ

ঘুমহীন রাত্রি চন্ডিকা হাথুরুসিংহের

ALM_2903

আগামীকাল থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার টেস্ট সিরিজ। প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা করলেও বাংলাদেশ একাদশ নিয়ে বিড়ম্বনায় রয়েছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

১৪ সদস্যের দলে শুরুতে মুমিনুল হক না থাকলেও মোসাদ্দেকের চোখের ইনজুরি দলে জায়গা করে দেয় মুমিনুলকে। তার দলে ফেরাতে একাদশ সাজাতে হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। একাদশে কাকে রেখে কাকে বাদ দিবেন।

Also Read - সাকিব-তামিমকে জয় উপহার দিতে চান অধিনায়ক

তবে দলে মুমিনুলের খেলানোর ব্যাপারে ধোঁয়াশা এখনো কাটেনি। একাদশে কারা কারা থাকছেন সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল টস হওয়া পর্যন্ত। এরই মধ্যে একাদশ নিয়ে কঠিন বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ।

বৃহস্পতিবার ভোর ৪.০৭ মিনিটে নিজের সত্যায়িত টুইটার থেকে টুইট করেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টুইটে লিখেন, “উভয় সংকেটে পড়েছি। একটি জাতির আবেগ নাকি দলের কম্বিনিশন। ঘুমহীন রাত্রি।”

কোচের এমন টুইটেই বুঝতে দেরি হয়নি একাদশ সাজানো কতটা হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টের। একাদশে তামিম, সৌম্য, মুশফিক, সাকিব, মুস্তাফিজ, মিরাজ, কায়েসের জায়গা নিশ্চিত হলেও বাকি কারা থাকছেন সেটি এক প্রকার অনিশ্চিত।

Related Articles

আজ রাতে বাংলাদেশে আসছেন কারস্টেন

শ্রীলঙ্কান কোচিং স্টাফে ভাঙনের সুর!

বোর্ড চাইলে প্রধান কোচ হবেন ওয়ালশ

মুমিনুলের চোখে হাথুরুই সেরা কোচ

সাকিবের অন্তর্ভুক্তি চাপ মনে করছেন না হাথুরু