SCORE

Trending Now

সমঝোতার উপর নির্ভর করছে বাংলাদেশ সফর: স্মিথ

Share Button


অগাস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা রয়েছিল অস্ট্রেলিয়ার। কিন্ত বেতন নিয়ে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)- এর সাথে ক্রিকেটারদের দ্বন্দের কারণে এখনো অনিশ্চয়তা রয়েছে সফরটি নিয়ে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়েছেন, বোর্ডের সাথে যুক্তির ওপরই নির্ভর করছে বাংলাদেশ সফরের ভবিষ্যত। দীর্ঘদিন ধরেই স্মিথ বলে আসছেন চলমান সমস্যা নিরসন না হলে বাংলাদেশ সফর বর্জন করবে ক্রিকেটাররা।

ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, “আমি সফরে যেতে চাই। কিন্তু আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে আগে আমাদের সমঝোতা হওয়া দরকার। যেখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ছেলেরা বেশ শক্ত ছিল সফরে না যাওয়ার ব্যাপারে সেখানে আমাদের সফরে যাওয়া ঠিক হবে না। আমি মনে করি না এটা ঠিক হবে।”

অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)- এর সাথে সিএ এর নিরসনের জের ধরে দক্ষিণ আফ্রিকা সফর বর্জন করে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্রিকেটাররা।

Also Read - 'ব্যাটসম্যান' রুবেল!

সমোঝতা না হলে যে সফরে যেতে আগ্রহী নয় ক্রিকেটাররা এটিও জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। স্মিথ বলেন, “সিএ এ সম্পর্কে জানে। তাদের বলা হয়েছে। আমি প্যাট হাওয়ার্ডকে ব্যক্তিগতভাবে বলেছি যে সমোঝতা না হলে কি কি হতে পারে।”

তবে আশা হারাননি স্টিভ স্মিথ। দুই পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতির সুসংবাদ দিয়েছেন স্মিথ।

২০০৬ সালের পর টেস্ট খেলতে বাংলাদেশে আসা হয়নি অস্ট্রেলিয়ার। নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া ২০১৫ সালে দুই টেস্টের সিরিজ স্থগিত করে। এবার সেই দীর্ঘ বিরতির অবসান ঘটানোর পালা। কিন্তু দুই পক্ষের মাঝে বরফ না গললে সেই বিরতি আরো দীর্ঘও হতে পারে।

-আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম 

Related Articles

সিরিজ জেতার পাশাপাশি র‍্যাংকিংয়েও উত্থান অস্ট্রেলিয়ার

ইতিহাস গড়ে জিতল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে উড়িয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

বোলারদের দিনে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

Leave A Comment