SCORE

Trending Now

টিম ম্যানেজমেন্ট মুমিনুলের সাথে অবিচার করেছে: বুলবুল

Share Button

টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মুমিনুল হককে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দলে না রেখে টিম ম্যানেজমেন্ট অবিচার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। যদিও দলে জায়গা হয়নি দেশের অবিসংবাদিত সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হকের। বিসিবির এমন সিদ্ধান্তে অনেকের মতো হতবাক টেস্ট পূর্ববর্তী যুগে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান আমিনুল হক বুলবুলও। তিনি মনে করছেন, বিসিবির এমন আচরণে মুমিনুলের প্রতি অবিচার করা হয়েছে।

Also Read - বড় ভূমিকা রাখবে স্পিন : স্মিথ

সম্প্রতি নিজের ফেসবুক একাউন্ট থেকে দেওয়া পোষ্টে মুমিনুলের প্রতি অবিচারকে ‘সবচেয়ে ভয়ানক’ আখ্যা দিয়ে বুলবুল লিখেন, ‘দুঃখিত মুমিনুল। বাকরুদ্ধ! জানিনা এমন কোনো শব্দ আছে কিনা যা মেধাবী এবং পরিশ্রমী ছেলেটিকে সান্ত্বনা দিতে পারে। অবশ্য আমার ক্যারিয়ারেও আমি অনেক অবিচারের সাক্ষী হয়েছি। তবে মুমিনুলের সাথে যা হয়েছে সেটি সবচেয়ে ভয়ানক।’

ফেসবুক পোস্টের শেষে বুলবুল ছুঁড়ে দেন একটি প্রশ্নও, ‘আর কতদিন আমরা এভাবে কুঁড়ি প্রতিভা ধ্বংস করবো, যখন তারা প্রস্ফুটিত হয়ে সৌরভ ছড়ানোর অপেক্ষায় থাকে অথচ তাদের হত্যা করা হয়?’

উল্লেখ্য, বহুল প্রত্যাশিত অস্ট্রেলিয়া-বাংলাদেশ হোম সিরিজ শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। স্কোয়াডে জায়গা না পাওয়ায় ঐ টেস্টে খেলা হবে না মুমিনুলের।

২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ২২টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৬৮৮ রানের পাশাপাশি আছে চারটি শতক ও ১১টি অর্ধশতকও। গড়টাও যথেষ্ট ভালো- ৪৬.৮৯। এরপর নির্বাচকদের সুনজর কেড়ে মুমিনুল কেন দলে জায়গা করে নিতে পারেনি, সেটিই এখন সবার মনে উঁকি দেওয়া প্রশ্ন।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ইতিহাস গড়ে জিতল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে উড়িয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

বোলারদের দিনে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

আইসিসির অনুমতি পেল পার্থ স্টেডিয়াম

Leave A Comment