SCORE

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকার কোচ হতে যাচ্ছেন গিবসন

দক্ষিণ আফ্রিকার কোচ হতে যাচ্ছেন গিবসনঅল্প কিছুদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন। বর্তমানে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি।

কোচ রাসেল ডমিঙ্গোর সাথে চুক্তি শেষ হওয়ার পর মেয়াদ বাড়ায়নি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তাই শুরু করা হয় নতুন কোচ খোঁজার কাজ। অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানিয়েছেন কোচ বাছাইয়ের জন্য গঠিত কমিটির প্রথম পছন্দ ওটিস গিবসন।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে গিবসনের নিয়োগ পাওয়া অনেকটা চূড়ান্ত। তাই দ্রুতই গিবসনের সাথে সবকিছু চূড়ান্ত করে ফেলবে ইংল্যান্ড। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ইংলিশরা। সোমবার বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলন করবে ইংল্যান্ড। সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে গিবসনের। ইংল্যান্ড চাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ পর্যন্ত বোলিং কোচ হিসেবে থাকবেন গিবসন। ১১ সেপ্টেম্বর শেষ হবে এ সিরিজ।

Also Read - সফল ক্যাম্প শেষে ঢাকায় ফিরলো টাইগাররা

অন্যদিকে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে নিজেদের পরবর্তী টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সিরিজের জন্য ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পে গিবসনকে চায় ক্রিকেট সাউথ আফ্রিকা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার আগেই হয়তো ইংল্যান্ডকে বিদায় জানাবেন গিবসন। এজবাস্টন টেস্ট হতে পারে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে গিবসনের শেষ টেস্ট। মিডলসেক্সের বোলিং কোচ ও সাবেক ইংলিশ পেসার রিচার্ড জনসনের নাম ভাবা হচ্ছে ভবিষ্যত বোলিং কোচ হিসেবে। অন্তরবর্তীকালীন বোলিং কোচ হিসেবে নাম উঠে এসেছে জেমস অ্যান্ডারসনেরও।

Related Articles

বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে দেখছেন গিবসন

বাংলাদেশ ‘কঠিন’ প্রতিপক্ষ

অপরিবর্তিত ম্যানেজমেন্ট স্টাফেই প্রোটিয়াদের বাংলাদেশ মিশন

দক্ষিণ আফ্রিকার নতুন কোচ ওটিস গিবসন