SCORE

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকার নতুন কোচ ওটিস গিবসন

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ওটিস গিবসন।

দক্ষিণ আফ্রিকার নতুন কোচ ওটিস গিবসন

এতদিন দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব পালন করছিলেন স্বদেশী রাসেল ডোমিঙ্গো। চার বছর মেয়াদে দায়িত্ব পালনের পর আবারও কোচ হতে চাইলে ডোমিঙ্গোকে নতুন করে আবেদন করতে বলতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সিএসএ। এরপর সংস্থাটি জাতীয় দলের কোচের আসনে বসানোর জন্য খুঁজে নিলো নতুন মুখই।

Also Read - তাইজুল-মিরাজের ব্যাপারে আশাবাদী মুশফিক

কোচ হিসেবে ওটিস গিবসন বেশ সফল। নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকে ২০১২ সালে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধান কোচ হিসেবে দলটিকে কোচিং করিয়েছিলেন সাবেক এই পেসার।

দক্ষিণ আফ্রিকার কোচ হওয়ার আগে গিবসনের সর্বশেষ মিশন নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের চলমান টেস্ট সিরিজ। এতদিন ধরে বর্তমান ইংল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে সেই পদ থেকে তাকে রীতিমতো ‘কেড়ে’ নেওয়ায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দিতে হবে সিএসএকে।

দক্ষিণ আফ্রিকার কোচ হওয়ার বিষয়ে নিশ্চিতের পর উচ্ছ্বাস প্রকাশ করে ওটিস গিবসন বলেন, ‘খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকায় বেশ কিছু সুখের সময় কাটিয়েছি। এখন কোচ হিসেবে সেখানে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি।’

খেলোয়াড়ি জীবনে ওটিস গিবসন ছিলেন বেশ স্বনামধন্য ক্রিকেটার। বর্তমানে কোচিং পেশায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করা ৪৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলেছেন ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে। দীর্ঘকায় এই ক্যারিবীয়ের আছে ১৭৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে দেখছেন গিবসন

বাংলাদেশ ‘কঠিন’ প্রতিপক্ষ

অপরিবর্তিত ম্যানেজমেন্ট স্টাফেই প্রোটিয়াদের বাংলাদেশ মিশন

দক্ষিণ আফ্রিকার কোচ হতে যাচ্ছেন গিবসন