SCORE

Trending Now

নাসিরের ব্যবধান গোঁফে!

Share Button

প্রায় দুই বছর পর জাতীয় দলের হয়ে সাদা পোশাকের দলে ঢুকেছেন নাসির হোসেন।

দেশের হয়ে ১৭ টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। দলের ভেতরে আসা যাওয়ার মধ্যেই ছিলেন নাসির। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সু্যোগ পায় নি তবে অস্ট্রেলিয়া এর বিপক্ষে ঘরের মাঠে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রংপুরের এ ক্রিকেটার।

Also Read - ভারতের অভিজ্ঞতা কাজে লাগাতে চান হ্যান্ডসকম

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন নাসির। কথা বলেন নানা বিষয় নিয়ে। আগের নাসির আর এখনকার নাসিরকে নিয়ে পার্থক্য জিজ্ঞেস করলে উত্তর দেন রসিকতা করেই। জানান,’তখন গোঁফ ছিল না , এখন গোঁফ আছে।’ অবশ্য কিছুক্ষণ পরি দেখা মিলল আসল উত্তরের। নাসির বললেন,‘পার্থক্য তেমন কিছু না। বাদ পড়েছি…খারাপ করলে একজন খেলোয়াড় দলে থাকবে না এটাই স্বাভাবিক। আবার এটাও সত্য, ভালো খেললে আবার এখানে আসা যাবে। বাদ পড়ার পর থেকেই চেষ্টা করেছি ভালো খেলতে। ক্যারিয়ারে অনেক ভুল ছিল। চাইলে আরও লম্বা ইনিংস খেলতে পারতাম। একটু ক্যাজুয়াল ছিলাম। এখন চেষ্টা করি যত বেশি সম্ভব উইকেটে থেকে ব্যাটিং করার।’

সদ্য শেষ হওয়া ঘরোয়া মৌসুমে ফর্মের তুঙ্গে ছিলেন নাসির হোসেন। ১০৯ গড়ে করেছেন ৩২৮ রান। এছাড়া ঝুলিতে আছে ক্যারিয়ার সেরা ২০১। প্রিমিয়ার লিগ শেষ করেছেন অবিশ্বাস্য ২৪০ রানের গড় নিয়ে। চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছেন গাজী ট্যাংক ক্রিকেটার্সকে। তিনি বলেন, ‘পারফরম্যান্সই এখানে শেষ কথা। এটা ছাড়া কোথাও টিকে থাকার সুযোগ নেই। পারফরম্যান্স হচ্ছে সবকিছুর ওষুধ। চেষ্টা করব ভালো খেলতে। সত্য কথা বলতে সামনে যে টেস্ট আছে, এসব নিয়ে চিন্তা করছি না। জানি, যদি এখানে ভালো করতে পারি, সুযোগ অবশ্যই আসবে। যদি ভালো না খেলতে পারি, সুযোগগুলো আসবে না।’

দলে থাকেন বা না থাকেন আলোচনায় ঠিকই থাকেন নাসির হোসেন। এ সম্পর্কে নাসির জানায়, ‘আমি খেললে নিউজে থাকি, না খেললেও থাকি! এর যত ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিকও আছে। এখন যদি ভালো খেলি, ভক্তদের ভালো লাগবে। আর ভালো না খেললে সেটি নেতিবাচকভাবে হয়ে যাবে। চাপ তো একটু থাকবেই। বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে। তাদের কিছু দিতে হবে। চেষ্টা করব সব সময় ভালো খেলতে।’

  • রাইয়ান কবির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

বাশারের স্মৃতি রোমন্থন

অস্ট্রেলিয়াকে হারাতে তামিমের ফর্মূলা

পানির দুর্গন্ধের কারণেই হচ্ছে না অনুশীলন ম্যাচ!

মুমিনুলকে বাদ দেবার কারণ ব্যাখ্যা দিলেন নির্বাচক প্যানেল

এখনো নিশ্চিত হয়নি প্রস্তুতি ম্যাচের ভেন্যু!

Leave A Comment