SCORE

সর্বশেষ

নিজেদেরকেই চালকের আসনে দেখছেন সাকিব

ঢাকা টেস্টের প্রথম দিনের খেলায় শেষবিকেলে চমক দেখিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। শুধু তাই নয়, স্পিনে নাজুক অস্ট্রেলিয়া এই ম্যাচে বর্তমানে আছে বেশ চাপেই। আর এমন মুহূর্তে সাকিব আল হাসান মনে করছেন, ম্যাচে চালকের আসনে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, আমরা হয়তো এখন চালকের আসনে আছি। তবে কালকে একটা নতুন দিন এবং আমাদের আরও সাতটা উইকেট নিতে হবে। সেটাও আমাদের মাথায় আছে। এ ছাড়া ওদের ভালো কয়েকজন ব্যাটসম্যান আছে যারা বড় ইনিংস খেলতে পারে।’

Also Read - ঢাকা টেস্টঃ শেষ বিকেলের আলোতে উজ্জ্বল বাংলাদেশ

ম্যাচ শেষে ভালো ফল রাখার জন্য প্রতিটি ক্ষেত্রে ভালো করার তাগিদ জানালেন সাকিব, ‘আমাদের মনোযোগ ঠিক রাখতে হবে। যেহেতু টেস্ট ম্যাচ, প্রতিটি দিনেই নতুন নতুন পরিস্থিতি আসে। সেগুলো ঠিকভাবে সামলানো জরুরি।’

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে অজিদের ব্যাটিং পরিকল্পনা কেমন থাকবে তা জানা না গেলেও সাকিব চান, ভালো জায়গায় বল করে যেতে,পরিকল্পনা থাকবে ভালো জায়গায় বোলিং করে যাওয়ার। উইকেট পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু ভালো জায়গায় বোলিং করা আমাদের নিয়ন্ত্রণে আছে। চেষ্টা থাকবে সেটাই ঠিকভাবে করার।

প্রথম দিনের উইকেট বিবেচনায় টেস্টের বাকি দিনগুলোর উইকেট সম্পর্কে মন্তব্য করতেও নারাজ বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, ‘প্রথম সেশনের চেয়ে দ্বিতীয় সেশনে আরও ভালো ব্যাট করছিলাম তামিম আর আমি কিন্তু দুজনই স্বাভাবিকের চেয়ে বেশি লাফিয়ে ওঠা ডেলিভারিতে আউট হয়ে যাই। আমাদের উইকেট ভারত ও শ্রীলঙ্কার চেয়ে ভিন্ন। তাই আগাম মন্তব্য করা কঠিন।

শুরুটা ভালো না হলেও বিপর্যয় সামলানোর পর আড়াইশো রান করাই ছিল সাকিবের লক্ষ্য, জানালেন সংবাদ সম্মেলনে। সাকিব বলেন, ‘আমরা চেয়েছিলাম আড়াইশোর ঘরে পৌঁছাতে। নাসির, মিরাজ এমনকি শফিউল সেখানে পৌঁছাতে কার্যকর ভূমিকা রেখেছে। বল শুরু থেকেই ঘুরছিল। বাউন্সও ঠিক সমান ছিল না। কখনো স্বাভাবিকের চেয়ে একটু লাফিয়ে উঠেছে। আবার কোনো কোনো বল নিচুও হয়েছে। এরকম উইকেটে স্বচ্ছন্দে খেলা কঠিন। আমাদের টার্গেট ছিল আড়াইশো। তা করা গেছে। এখন প্ল্যান একটাই- যতটা সম্ভব ভালো জায়গায় বল ফেলে অজিদের যতদুর সম্ভব কম রানে বেঁধে ফেলা।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন সাব্বির, সানজামুল-রুবেল বাদ

‘পীরবাবা’ মাশরাফি!

লায়নের রেকর্ডময় সিরিজ

আমাদের আশি ভাগ দিলেই সিরিজ জেতা সম্ভব

সৌম্যর পাশে আছেন তামিম