SCORE

Trending Now

পাকিস্তান সফরে যাচ্ছে সেই শ্রীলঙ্কাই!

Share Button

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর থেকেই ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একরকম নির্বাসিত হয়ে আছে পাকিস্তান। ঐ বর্বরোচিত হামলার পর এখন পর্যন্ত বড় কোনো দল পাকিস্তান সফর করেনি। মাঝখানে জিম্বাবুয়ে ও আফগানিস্তান পাকিস্তান সফর করলেও সেটিও ছিল বিতর্কে ঘেরা।

তবে ক্রিকেট অঙ্গনে নতুন খবর, হামলার শিকার সেই শ্রীলঙ্কা দলই এবার সফর করতে যাচ্ছে পাকিস্তানে!

Also Read - ভালো খেলার বিকল্প দেখছেন না মুমিনুল

সম্প্রতি চমকপ্রদ এই খবরটি জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা জাতীয় দল, যেখানে স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে লঙ্কানরা।

সুমাথিপালা বলেন, ‘আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা। সেটার অন্তত একটা হলেও লাহোরে খেলতে চাই।’

সফরটি বাস্তব হয়ে দেখা দিলে ৮ বছর পর আবারও পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা। ২০০৯ সালে এই দলটির উপরই হয়েছিল সন্ত্রাসী হামলা। পাকিস্তানের ক্রিকেট ফেরানোর পেছনে লঙ্কানদের অবদানে তাই বেশ অবাক হয়েছেন অনেকেই।

এশিয়ার জটিল রাজনৈতিক পরিস্থিতির জন্য যে কয়েকটি দেশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, তার একটি শ্রীলঙ্কাও। তামিলদের সাথে সরকার পক্ষের বিরোধে দীর্ঘ সময়কাল চলেছে রক্তক্ষয়ী যুদ্ধ। ঐ সময়ের কথা স্মরণ করে শ্রীলঙ্কার বোর্ড সভাপতি বলেন, ‘এশিয়ার দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে পাকিস্তান সফরে যাওয়া উচিত। ঝুঁকি সবখানেই আছে। চ্যাম্পিয়নস ট্রফির আগে লন্ডনেও হামলা হয়েছে। কিন্তু খেলা বন্ধ থাকেনি। এমন অবস্থা আমাদেরও ছিল।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

এবার মালয়েশিয়ার দ্বারস্থ পাকিস্তান

প্রিমিয়ার লিগে খেলতে সালমান বাট ঢাকায়

শেষ টি২০-তে কিউইদের হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু করলো পাকিস্তান

অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন শোয়েব মালিক

Leave A Comment