SCORE

Trending Now

প্রথম ইনিংসে বড় স্কোর চান লেম্যান

Share Button


টেস্টে সময় যত গড়াবে, পিচ থেকে বোলাররা যেন সুবিধা তত বেশি পাওয়া শুরু করবে। উপমহাদেশে স্পিনারদের উইকেটের সাথে গড়ে উঠে দারুণ বন্ধুত্ব! পঞ্চম দিন বা শেষ ইনিংসে স্পিনারদের টার্ন হয়ে উঠে দূর্বোধ্য। তাই বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে সুবিধাজনক স্থানে থাকতে চায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল ইংল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসের কোনোটিতেই ইংলিশদের স্কোর ৩০০ রানের চৌকাঠ পার হয়নি। প্রথম ম্যাচে ২২ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ১০৮ রানের জয় পেয়েছিল মুশফিকরা। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্টে ৬২৮ ও দ্বিতীয় টেস্টে ৫৫৭ রানের পাহাড় গড়েছিল পাকিস্তান। সিরিজটি তারা জিতেছিল ১-০ ব্যবধানে। এ সিরিজগুলোই যেন বলে দেয় বাংলাদেশের মাটিতে প্রথম ইনিংসের গুরত্বের কথা।

লেম্যানের মতে প্রথম ইনিংসের রানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমরা এটা ভারতে দেখেছি। ৩৫০ রানের জায়গায় ৪৫০ রান করা আর লম্বা ব্যাটিং করাই হলো মূল চাবিকাঠি। স্বাভাবিকভাবেই প্রথম ইনিংসের রানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।  আর আমাদের একটি বড় স্কোরে পৌছেঁ দেওয়া হলো ব্যাটসম্যানদের দায়িত্ব। ”

Also Read - বরিশাল বাদ পড়ায় বিস্মিত নাফীস

উপমহাদেশে টেস্টের রেকর্ড অস্ট্রেলিয়ার পক্ষে কথা বলে না। ভারতের বিপক্ষে ২-১ সিরিজ হেরেছে। এর আগে শ্রীলঙ্কার কাছে হয়েছে ধবলধোলাই। তবে অস্ট্রেলিয়ার কোচ লেম্যান মনে করেন উন্নতি হয়েছে তার শিষ্যদের।

তিনি বলেন, “আমার দৃষ্টিকোণ থেকে বলব, ভারত সিরিজে প্রতিটি উইকেট ভিন্ন রকমের ছিল। তারা যেভাবে নিজেদের মানিয়ে নিয়েছে সেটা সত্যি দারুণ।”

Related Articles

ইতিহাস গড়ে জিতল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে উড়িয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

বোলারদের দিনে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

আইসিসির অনুমতি পেল পার্থ স্টেডিয়াম

Leave A Comment