SCORE

সর্বশেষ

ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ আয়োজন করার প্রচেষ্টায় বিসিবি

1502395217_2

মুশফিক বাহিনীদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে স্মিথরা বাংলাদেশে আসছে সেটা নিশ্চিত। আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। মূল সিরিজের আগে নিজেদেরকে ঝালিয়ে নিতে খেলবে প্রস্তুতি ম্যাচ। তবে এখনো পর্যন্ত প্রস্তুতি ম্যাচের ভেন্যু নির্ধারণ করতে পারেনি বিসিবি।

২২ ও ২৩ আগস্টের দুই দিনের প্রস্ততি ম্যাচ শুরুতে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়োজন করার থাকলেও সেটি এখন একপ্রকার অনিশ্চিতই। গত কয়েকদিন টানা বৃষ্টিতে ডুবে আছে মাঠ। শুধু মাঠই নয় বৃষ্টির পানিতে ডুবে আছে স্টেডিয়ামের প্রবেশ গেইটও।

Also Read - বিয়ের পর ক্রিকেট নিয়ে উদ্যম বেড়েছেঃ সাকিব

ফতুল্লা স্টেডিয়ামের এমন অবস্থার কারণে প্রস্তুতি ম্যাচটি বিকেএসপিতে আয়োজন করার উদ্যোগ নিলেই সেখানে খেলতে আপত্তি জানায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ১৫ আগস্ট অস্ট্রেলিয়ার এক নিরাপত্তা দল বাংলাদেশে আসছে। তাঁদের সঙ্গে বৈঠক বসেই সিদ্ধান্ত নিবে বিসিবি।

তবে ফতুল্লা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের আয়োজনে এখনি হাল ছাড়তে নারাজ বিসিবি। প্রস্তুতি ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করতে সর্বোচ্চ চেস্টা চালাবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

“আমরা এখনও ফতুল্লায় ম্যাচ আয়োজনের চেষ্টা করছি। মাঠের ভেতরে কয়েকটি পাম্প বসিয়ে পানি সরানোর কাজ চলছে। প্রস্তুতি ম্যাচের আগে মাঠটিকে খেলার উপযুক্ত করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। শেষ পর্যন্ত সেটা না হলে আমরা বিকল্প ভেন্যুর কথা চিন্তা করে রেখেছি। ম্যাচটা বিকেএসপিতে হতে পারে।”

Related Articles

সাদা ও লাল বলের জন্য পৃথক কোচ!

যে কারণে ওয়ালশকে হেড কোচ করা নয়

ডিসিশন রিভিউ সিস্টেম আসছে বিপিএলেও

আধুনিক প্রযুক্তি থাকছে পরবর্তী বিপিএলে!

পেসারদের জন্য বিসিবির সুখবর