SCORE

Trending Now

বরিশাল বাদ পড়ায় বিস্মিত নাফীস

Shahriar NafeesBPL

বিপিএলের গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দলের দায়িত্বও ছিল মুশফিকের কাঁধে। টুর্নামেন্টে ব্যক্তিগত সাফল্য পেলেও, সাফল্যের দেখা পায়নি দল। এছাড়াও গত আসরে বিতর্কিত দল ছিল বরিশাল বুলস।

দলের এমন ব্যর্থতার কারণে দলের প্রতি মুশফিকের দায়িত্ববোধ, শৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলেছিলেন বুলসের অন্যতম কর্ণধার আওয়াল চৌধুরী বুলু। যদিও পরবর্তীতে মুশফিকের কাছে ক্ষমা চেয়েছেন এই অন্যতম কর্ণধার। তবে সব ছাপিয়ে বিপিলের আসন্ন আসরে না দেখা যেতে পারে এই দলটিকে।

Also Read - বাংলাদেশে বড় ইনিংস খেলবে ওয়ার্নার, বিশ্বাস লেম্যানের

আসন্ন বিপিএলের ফি জমা না দেওয়ার কারণে বাদ পড়তে হয়েছে দলটিকে। বরিশাল বুলসের এমন বাদ পড়াতে খানিকটা অবাক হয়েছেন গত দুই আসরের বরিশালের হয়ে খেলা এবং একসময়ের জাতীয় দলের ওপেনার শাহরিয়ার নাফীস।

এক সাক্ষাতকারে তিনি বলেন, “এটা নিয়ে আমি একটু বিস্মিত। বরিশাল তো একটি প্রতিষ্ঠিত দল। শেষ পর্যন্ত দলটা যদি বাদই পড়ে তাহলে অবশ্যই কষ্ট থাকবে। কারণ আমি বরিশালের ছেলে হিসেবে অবশ্যই বরিশালের হয়ে খেলতে চাই।”

বিপিএল থেকে বাদ পড়াতে ভক্তদের জন্যও একটু কষ্ট হবে জানান তিনি। “‘বরিশালের ভক্ত-সমর্থকদের জন্য এটা খুবই কষ্টের হবে যদি শেষ পর্যন্ত বরিশাল বুলস খেলতে না পারে। তবে আমি এখনও বিশ্বাস করি এটা একটা সমাধানের পথে আসবে।”

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

টিম বয় মাসুমকে কাজ দিলো রংপুর রাইডার্স

বিপিএলে আইকন নন মুস্তাফিজ!

বিপিএলে অংশ নিতে পারবে না বরিশাল!

‘অন্তত এইটুকু সম্মান তো পেতে পারি’

বিপিএলের গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

Leave A Comment