SCORE

Trending Now

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় স্পিনার অ্যাগার!

Share Button

 

Agar set for a Test comeback against Bangladesh

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশের পথে অজিরা। এদিকে দেশ ছাড়ার আগে অ্যাস্টন অ্যাগারকে দ্বিতীয় স্পিনার হিসেবে খেলানোর ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।

Also Read - প্রথম টেস্টের একাদশেই থাকবেন খাঁজা!

বাংলাদেশের স্পিন সহায়ক পিচের কথা চিন্তা করে অস্ট্রেলিয়া একই ধরনের পিচে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলেছিল। এরপর একদিন বিরতি দিয়ে আজ (শুক্রবার) বাংলাদেশের পথে রওনা করেছে অজিরা। তবে দেশে ছাড়ার আগে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের মুখোমুখি হোন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। সেখানে অ্যাস্টন অ্যাগার একাদশে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে স্মিথ বলেন, “এই মুহুর্তে আমি বলবো সে খেলবে।”

স্মিথ আরো যোগ করে বলেন, “গত কিছু বছরে সে দুর্দান্ত উন্নতি করেছে। অনুশীলন ম্যাচেও সে ভালো বল করেছে। সবকিছু ঠিক থাকলে প্রথম টেস্টেই সে সুযোগ পাবে।” 

কেন অ্যাস্টন সুযোগ পাবেন? পরবর্তী এমন প্রশ্নের জবাবে স্মিথ বলেন,”অ্যাস্টন টানা ভালো লেন্থে বল করতে পারছে। সে ভয়ঙ্কর হতে পারে। স্পিন বোলিংয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উপমহাদেশে। আমি মনে করি, গত কিছু বছরে সে অনেক আত্মবিশ্বাস সঞ্চয় করেছে। সে যদি একই লাইন আর লেন্থে বল করে যেতে পারে তাহলে আমি নিশ্চিত সে ভবিষ্যতে আমাদের জন্য বড় খেলোয়াড় হবে।”

গত তিন বছর থেকে অস্ট্রেলিয়া দলে নেই অ্যাগার। ২০১৩ সালে অ্যাশেজে বিস্ময়কর অভিষেক হয়েছিল অ্যাগারের। স্পিনার হিসেবে খেলতে নেমে অভিষেক টেস্টেই ৯৮ রান করেন এই বামহাতি। কিন্তু বল হাতে একদমই আলো ছড়াতে পারেন নি। দুই টেস্টে নিয়েছিলেন দুই উইকেট। যার ফলে স্কোয়াড থেকে বাদ পড়েন।

কিন্তু বর্তমান সময়ে ঘরোয়া লিগে নিজেকে প্রমাণ করেই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই ক্রিকেটার। নাথান লায়নের সাথে মিরপুরের টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে দেখা যেতে পারে এই ২৩ বছর বয়সী ক্রিকেটারকে।

Related Articles

বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনে অনীহা ক্রিকেট অস্ট্রেলিয়ার

বাশারের স্মৃতি রোমন্থন

অস্ট্রেলিয়াকে হারাতে তামিমের ফর্মূলা

পানির দুর্গন্ধের কারণেই হচ্ছে না অনুশীলন ম্যাচ!

নাসিরের ব্যবধান গোঁফে!

Leave A Comment