SCORE

Trending Now

বাবার কাছে সাইকেল চালানো শিখছে হুমায়রা

Share Button

মাশরাফি বিন মর্তুজা- দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলোর একটি। ইনজুরির সাথে লড়াই করেছেন পুরো ক্যারিয়ার জুড়েই। তবুও হাল ছাড়েননি, লড়ে গেছেন বীরের মতো। ডাক্তার-ফিজিওর উপদেশকে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন এখনও।

mashrafe family
ছবিঃ মেয়ে হুমায়রা ও ছেলে সাহেলের সাথে মাশরাফি।

তবে আন্তর্জাতিক অঙ্গনে একটি ফরম্যাটেই এখনও খেলে যাচ্ছেন মাশরাফি- সেটি ওয়ানডে। এই ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কও তিনি। শরীরের ধকল সামলানোর জন্য টেস্ট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই, মাস কয়েক আগে বিদায় জানিয়েছেন টি-২০ ক্রিকেটকেও। চলমান অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সিনিয়র ক্রিকেটারদের অন্যরা ভীষণ ব্যস্ত হলেও মাশরাফি তাই কাটাচ্ছেন অবসর সময়।

আর এই অবসর সময়ে একমাত্র মেয়ে হুমায়রাকে বাইসাইকেল চালানো শেখাচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’। সম্প্রতি মাশরাফির ইন্সটাগ্রাম পোস্ট থেকে জানা যায় এমন তথ্য।

Also Read - অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন কামিন্স

mash humayra

বুধবার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মাশরাফি। ভিডিওতে দেখা যায়, ফাঁকা রাস্তায় মাশরাফি-কন্যা হুমায়রা বাইসাইকেল চালাচ্ছেন, আর তার পিছু পিছু আসছেন মাশরাফি। বাবা-মেয়ে দুজনই এসময় ছিলেন হাস্যজ্জ্বল।

২০০৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা সুমনা হক সুমির সাথে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাশরাফি। তাদের ঘরে রয়েছে একটি কন্যা ও একটি পুত্র সন্তান। পাঁচ বছর বয়সী কন্যা সন্তানের নাম হুমায়রা, ছেলে সাহেলের বয়স সবে দুইয়ে পা দিবে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

সতর্ক করা হয়েছে মাশরাফি শুভাশিস দুজনকেই

তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চায় রংপুর

মাশরাফির সাথে ফেইসবুক লাইভে শুভাশিষ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন তামিম

মাশরাফির নৈপুণ্যে ভাস্বর ৯ অক্টোবর

Leave A Comment