SCORE

Trending Now

বাশারকে স্পর্শ করলেন তামিম

Share Button

Tamim-Iqbal-Test

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছেন টেস্ট ক্যারিয়ারের নিজের ৫০তম টেস্ট। তামিমের পাশাপাশি নিজের ৫০তম টেস্ট খেলতে নেমেছেন সাকিব আল হাসান। নিজের ৫০তম টেস্টকে স্মরণীয় করে রেখেছেন বিশ্ব সেরা অল-রাউন্ডার।

অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে টেস্ট খেলুড়ে সকল দেশের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন হেরাথ, মুরালি ও স্টেইন।

Also Read - মুশফিকের বিদায়ে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া

নিজের সতীর্থ সাকিব নিজের ৫০তম টেস্টে রেকর্ড গড়েছেন তবে পিছিয়ে নেই তামিম ইকবালও। অজিদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অর্ধশতকের পর টেস্টে হাবিবুল বাশারের সমান সংখ্যক অর্ধশতক করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

এর আগে প্রথম ইনিংসে অজিদের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলেন তামিম। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৭৮ রানের ইনিংস খেলেন তামিম। বর্তমানে টেস্টে তামিমের পাশাপাশি সর্বোচ্চ ২৪টি অর্ধশতক রয়েছে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের ।

দেশের হয়ে সবচেয়ে বেশি অর্ধশতকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান, রয়েছে ২২টি অর্ধশতক। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৫৫ টেস্টে অর্ধশতক রয়েছে ১৭টি। ২২ টেস্টে ১৫টি অর্ধশতক নিয়ে ৫ম স্থানে রয়েছেন মুমিনুল হক।

Related Articles

এক ম্যাচে বাংলাদেশের যত মাইলফলক

বড় জয়ের পরেও মাশরাফির আফসোস!

দশ হাজারি ক্লাবে নাম লেখালেন সাকিব

এগারো হাজারি ক্লাবে তামিম

ওয়াটসনকে পেছনে ফেললেন তামিম

Leave A Comment