SCORE

সর্বশেষ

‘ব্যাটসম্যান’ রুবেল!

রুবেলের নামের পাশে ‘ব্যাটসম্যান’ শব্দটাকে বেমানান মনে হচ্ছে? হতেই পারে! তাকে যে সবাই চেনেই বোলার হিসেবে। তবে এবার সত্যি সত্যি ব্যাটসম্যানের ভূমিকায় দেখা গেছে জাতীয় দলের ফাস্ট বোলার রুবেল হোসেনকে।

রুবেলকে ব্যাট হাতে নেওয়ার উপলক্ষ এনে দিয়েছেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ মার্ক ও’নিল। সদ্য নিয়োগ পাওয়া অস্ট্রেলিয়ান কোচকে দায়িত্ব দেওয়ার হয়েছে মূলত টেন এন্ডারদের ব্যাটিং শেখানোর। তারই অংশ হিসেবে মঙ্গলবার তার অধীনে অনুশীলন করেছেন রুবেল।

Also Read - 'অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কিছু নয়'

সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। বাংলাদেশ সফরকালে স্বাগতিকদের বিপক্ষে অজিরা খেলবে দুটি টেস্ট ম্যাচ। ওয়ানডে বা টি-২০’তে লোয়ার অর্ডারের ভূমিকা এতো গুরুত্বপূর্ণ না হলেও টেস্টে ম্যাচ বাঁচানো বা ইনিংস বড় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে লোয়ার অর্ডারদেরও, যারা মূলত দলে সুযোগ পান বোলার হিসেবে। সেই চাহিদা পূরণ করতেই রুবেল-তাসকিন-মুস্তাফিজদের এই ব্যাটিং অনুশীলন।

বেশ কিছুদিন ইনজুরির সাথে লড়াই করার পর সম্প্রতি মাঠে ফিরেছেন রুবেল। মঙ্গলবার মার্ক ও’নিলের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী অনুশীলনও করেছেন। তবে এখনও দেখা হয়নি দুজনের- জানালেন রুবেল, আজকে ব্যাটিং করেছি। নেটে অবশ্য তার সঙ্গে দেখা হয়নি আমার।

বোলার হয়ে খেলতে এসে ব্যাটিং অনুশীলন- এটা কি বাড়তি শেখা? এমন প্রশ্নের উত্তরে রুবেল বলেন, বাড়তি শেখা বলতেআমার সঙ্গে যদি একজন সেট ব্যাটসম্যান থাকে, তাকে সাপোর্ট করার জন্য কী করা উচিত, এটা নিয়ে কথা বলব। কোনো পরিস্থিতিতে কী করতে হবে, এই ধরণের বাড়তি কিছু টিপস নেওয়ার চেষ্টা করব।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করছেন সাব্বির