SCORE

সর্বশেষ

ঢাকা টেস্টঃ ব্যাটিংয়ে বাংলাদেশ

টসের সময় দুই অধিনায়ক

মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং  করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ম্যাচের টেস্ট সিরিজে এটিই প্রথম টেস্ট।

দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও তামিম ইকবালের ৫০ তম টেস্ট এটি। এছাড়া বাংলাদেশের এটি ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ।

প্রায় দুই বছর পর টেস্টে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। এছাড়া প্রায় এক বছর পর টেস্ট খেলছেন ডানহাতি ফাস্ট বোলার শফিউল ইসলাম। দলে রয়েছে তিন স্পিনার। একাদশ থেকে বাদ পড়েছেন ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এছাড়া একাদশের বাইরে রয়েছেন মোমিনুল হক এবং

Also Read - ঢাকা টেস্টঃ লায়নের সামনে রেকর্ডের হাতছানি

এ টেস্ট দিয়ে প্রায় চার বছর পর টেস্টে ফিরলেন সফরকারী অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান

অস্ট্রেলিয়া একাদশঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

Related Articles

মাশরাফিদের বোলিংয়ে পাঠালো কিউইরা

ফিল্ডিংয়ে বাংলাদেশ, সানজামুলের অভিষেক

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত মাশরাফির