SCORE

সর্বশেষ

ভারত সফরে বিশ্রামে স্টার্ক

ভারত সফরে বিশ্রামে স্টার্ক

সেপ্টেম্বরে ভারত সফরের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার ওয়ানডে সিরিজের জন্য ১৪ ও টি-২০ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার গতি তারকা মিশেল স্টার্ককে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে চোটের কারণে খেলছেন না স্টার্ক।

১৭ সেপ্টেম্বর ভারতে পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অজিরা। ভারত সফরের পর অস্ট্রেলিয়া নামবে অ্যাশেজের লড়াইয়ে। নভেম্বরে শুরু হতে যাওয়া অ্যাশেজে শতভাগ ফিট মিশেল স্টার্ককে পেতেই চোট পাওয়া  এ পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না অস্ট্রেলিয়া। তাই ভারত সফরে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

Also Read - এ যেন রেকর্ডের রাত!

স্টার্ককে বিশ্রাম দেওয়া প্রসঙ্গে দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলি বলেন, “ভারত সফরে স্টার্ককে পাওয়া যাবে না। সে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়ানডে কাপ খেলার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় তার রিহ্যাব চালিয়ে যাবে।”

এ বছরের মার্চেও ভারত সফর করেছিল অস্ট্রেলিয়া। ব্যাঙ্গালোরে সিরিজের তৃতীয় টেস্টে ডান পায়ে চোট পেয়েছিলেন স্টার্ক। দেশে ফিরে গিয়েছিলেন সিরিজের মাঝপথে।

স্টার্কের পাশাপাশি ভারত সফরে দর্শক হয়ে থাকতে হবে অলরাউন্ডার জন হাস্টিংস, ব্যাটসম্যান ক্রিস লিন ও আরেক ফাস্ট বোলার জেমস প্যাটিনসনকে।

পিঠের চোট কাটিয়ে দলে ফিরেছেন ফাস্ট বোলার নাথান কোল্টার-নাইল। দলে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার জেমস ফকনার।  ডাক পেয়েছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান হিলটন কার্টরাইট। জিম্বাবুয়েতে জন্ম নেওয়া  এ ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট খেলেছেন। রয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিলটন কার্টরাইট, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কুস স্টয়নিস, ম্যাথু ওয়েড এবং অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-২০ স্কোয়াডঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জেসন বেহরেনডফ, ড্যান ক্রিশ্চিয়ান, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, ময়সেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা।

Related Articles

পরাজয়ের বৃত্তে বন্দী অস্ট্রেলিয়া

দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশদের সিরিজ জয়

রেকর্ড বই ওলট-পালট করে দিল ইংল্যান্ড

ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল ইংল্যান্ড

ছিটকে গেলেন ওকস এবং স্টোকস