SCORE

Trending Now

মানসিকভাবে শক্ত আছেন নাসির


অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের আগে চট্টগ্রামে নিজেরাই দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। এক সময় জাতীয় দলে নিয়মিত সুযোগ পেলেও দীর্ঘদিন ধরে নিজের জায়গার জন্য লড়াই করতে হচ্ছে নাসির হোসেনকে। প্রস্তুতি ম্যাচে নাসির হোসেন খেললেন ৬২ রানের ইনিংস। দিনশেষে জানালেন ব্যাটিং করতে বেশ উপভোগ করেছেন তিনি। জাতীয় দলে এখন নিয়মিত সুযোগ না পেলেও নাসির জানিয়েছেন মানসিকভাবে শক্ত আছেন তিনি।

অনেক দিন ধরে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলেন না এ অলরাউন্ডার। এ ম্যাচে নাসির চেয়েছিলেন যতক্ষণ ব্যাটিং করা যায় ততক্ষণ চালিয়ে যেতে। আফসোস রয়েছে ইনিংসকে আরো বড় না করতে পারার। নাসির বলেন,  “চেষ্টা করেছি ইনিংস বড় করতে। হয়তো আরো বড় করতে পারতাম কিন্তু আউট হয়ে গিয়েছি।”

“আমি উপভোগ করেছি। অনেকদিন পর লাল বল মোকাবেলা করলাম। উপভোগ করেছি ব্যাটিং। সেঞ্চুরি হলে অবশ্যই আরো ভালো লাগতো,” বলেন নাসির।

Also Read - প্রস্তুতি ম্যাচে এইচপি ইউনিটের জয়

দলে নাসিরের মতো স্পিনিং অলরাউন্ডার রয়েছেন আরেক তরুণ। তিনি মোসাদ্দেক হোসেন সৈকত। টেস্টে এসেছেন আরেক স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। নাসিরের লড়াইটা তাই বেড়েছে আরো। তবে তা ইতিবাচক ভাবেই নিচ্ছেন নাসির। এমন প্রতিযোগিতা থাকলে নিজের অবস্থান বোঝা যায় বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “প্রতিযাগিতা থাকা অবশ্যই ভালো। প্রতিযেগিতা থাকলে বোঝা যায় আমি কোথায় আছি। কোন কোন জায়গায় আমার উন্নতি করতে হবে। এটা সবার জন্যই ভালো।”

মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। নাসিরের বিশ্বাস ক্যারিয়ারে ওঠা-নামা থাকবেই। তিনি বলেন, “মানসিকভাবে শক্ত আছি। ভালো খেললে আবার পুরোনো জায়গায় ফিরয়ে পাব।”

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

বিজয়, নাসিরের দ্যুতির পর মাশরাফির বোলিং তাণ্ডব

কেন পারছেন না নাসির-বিজয়?

বিজয়ের সামনে রেকর্ড বইয়ে নাম লেখানোর হাতছানি

ডিপিএলের আইকন তালিকায় বিজয়, বাদ সাব্বির

২৫৮ রানে থামলেন মুমিনুল

Leave A Comment