SCORE

সর্বশেষ

মুশফিক-তামিমদের প্রস্তুতি ম্যাচ শুরু বুধবার

বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি। বুধ, বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন সকাল নয়টায় শুরু হবে দিনের খেলা।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে গত জুলাই মাস থেকে অনুশীলন করে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম ফিটনেস ক্যাম্প এবং এরপর প্রস্তুতি ক্যাম্পের পর এবার মাঠে গড়াচ্ছে প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের পর আরও দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে ইতি ঘটবে প্রস্তুতিমূলক দীর্ঘ আয়োজনের।

Also Read - ফিক্সিং করেও শ্রীশান্তের মুক্তি!

ক্যাম্পে থাকা খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে দুটি দল। একটি দলের নেতৃত্বে থাকছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, অন্যটির নেতৃত্ব দেবেন জাতীয় দলে মুশফিকের ডেপুটি তামিম ইকবাল।

সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকায় এই প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসানের মতো অংশ নিতে পারছেন না মেহেদী হাসান মিরাজও। তরুণ এই ক্রিকেটারের ঘাটতি পুষিয়ে নিতে সম্প্রতি ক্যাম্পে ডাক পেয়েছেন অফস্পিনার নাঈম হাসান।

একনজরে প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত দুটি দল-

মুশফিকের নেতৃত্বাধীন দল:মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন, শুভাশিষ রায় ও নাঈম হাসান।

তামিমের নেতৃত্বাধীন দল: তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, তানবির হায়দার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সাকলায়েন সজিব।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের