SCORE

Trending Now

যেমন হতে যাচ্ছে অজিদের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড

Share Button

বহুল প্রতিক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দরজায় কড়া নাড়ছে। দুই টেস্টের এই সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অজিরা। অন্যদিকে ১৯ তারিখ প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করার কথা। সমর্থকদের মুখে ইতিমধ্যেই দল কেমন হবে তা নিয়ে চলবে বিস্তর গবেষণা-আলোচনা। টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচকরা দল সাজাতে ব্যস্ত সময় পার করছেন। 
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ঢাকা ও চট্টগ্রাম দুই ভেন্যুতে অনুশীলন করেছে টাইগাররা। প্রথমে তিন সপ্তাহের ফিজিক্যাল ট্রেনিং করে বাংলাদেশ দল। এরপর শুরু হয় স্কিল ট্রেনিং। মাঝে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনদিনের অনুশীলন ম্যাচও খেলেছে মুশফিক-তামিমরা। 
 
আজ (১৪ আগস্ট) অনুশীলনের পর আগামীকাল শোক দিবসের জন্য অনুশীলন বন্ধ থাকবে বাংলাদেশের। এরপর ১৬-১৮ আগস্ট অনুশীলনের পর নির্বাচকরা দল ঘোষণা করবেন।
 
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে দেয়া তথ্যমতে স্কোয়াড হবে ১৪ সদস্যের। স্পিন দিয়েই অজিদের কাবু করার পরিকল্পনা থাকলেও দলে তিন স্পিনারের পাশাপাশি থাকবে তিন পেসার। পাশাপাশি উইকেটরক্ষক দেখা যেতে পারে দুইজন। দলে স্পেশালিস্ট ব্যাটসম্যান ছয়জন থাকার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে অংশ নিবে দুই দল। 

 
 
Also Read - আসছে 'স্পোর্টস হাব বাংলাদেশ'

Related Articles

সাকিবের বিশ্রামে হতাশ হয়েছিলেন হাথুরুসিংহে

মুমিনুলের উদযাপন দেখে অবাক হাথুরুও

‘সাকিব ভাই থাকলে ম্যাচের চেহারাই বদলে যেত’

হাথুরুসিংহে প্রসঙ্গে তামিমের সিডন্স যুক্তি

কন্ডিশনও ছিল শ্রীলঙ্কার পক্ষে!

Leave A Comment