SCORE

সর্বশেষ

লায়নে ভয় তামিমের

20953013_10159491450575227_7887292159327375711_n

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে স্পিন নির্ভর পিচ তৈরি করা হয়েছিল। স্বাভাবিকভাবে ঘরের মাঠের সুবিধা নিতে অজিদের বিপক্ষেও স্পিন নির্ভর পিচ চাইবে বাংলাদেশ। সাকিব, মিরাজ ও তাইজুলের স্পিন কম্বিনেশনে বাংলাদেশ এগিয়ে থাকলেও অজিদের দলেও রয়েছে লায়ন, অ্যাগারের মতো বোলার। ওদের মোকাবেলা করতে প্রস্তুত তামিম।

“লায়নের বল খেলার জন্য আমরা আসলে প্রস্তুত হচ্ছি। অনেকদিন ধরেই এ নিয়ে কাজ করছি। ঠিক ওরা যেভাবে আমাদের জন্য প্রস্তুত হচ্ছিলো। কাজেই যেটা আমি বারবার বলেছি, সবকিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর নিজেদেরকে সঠিকভাবে মাঠে উপস্থাপন করতে হবে।”

Also Read - অস্ট্রেলিয়াকে হারাতে তামিমের ফর্মূলা

লায়নকে বাংলাদেশের জন্য হুমকি মনে করছেন এই ড্যাশিং ওপেনার। স্পিন পিচে সাকিব, তাইজুলরা সুবিধা ভোগ করলে সেসব সুবিধা পাবেন অজি স্পিনার লিয়ন ও অ্যাগার। দিনশেষে যে ভালো খেলবে তারাই জয়লাভ করবে বলে মনে করেন তামিম।

“অবশ্যই লায়ন একজন ভাল মানের স্পিনার। তাকে আমাদের লেফটি বলেন, রাইটি বলেন- সব ব্যাটসম্যানকেই ভালভাবে সামলে নিতে হবে। আমরা জানি, যদি উইকেটে ভাল স্পিন ধরে তাহলে তিনি বড় ধরনের হুমকি হবেন আমাদের জন্য।”

তিনি আরো যোগ করেন, “একটা স্পিন উইকেট বানিয়ে দিয়ে যে আমরা জিতে যাবো- বিষয়টা এমন কিন্তু নয়।ওই স্পিন উইকেটে যেমন ওদের জন্য রান করা কষ্ট হবে, তেমনি আমাদের জন্যও কষ্ট হবে। ওই পাঁচদিনে যারা ভালভাবে নিজেদের উপস্থাপন করতে পারবে, তাদেরই জেতার সম্ভবনা বেশি।”

আগামী ২৭ আগস্ট ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।

Related Articles

স্ট্রাইকিং প্রান্তে শুরু করতেই ভালোবাসেন তামিম

তামিমের দৃষ্টিতে যেমন হবে উইন্ডিজের উইকেট

প্রস্তুতি নিতে বাড়ি যাননি তামিম

ড্র দিয়ে শুরু করল তামিম-রুবেলের ব্রাজিলও

মুখোমুখি হয়ে মাশরাফি-তামিমের রঙ্গ-যুদ্ধ