SCORE

Trending Now

শুক্রবার ঢাকা পৌঁছাবে অস্ট্রেলিয়া দল

Share Button

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে শুক্রবার ঢাকা আসছে অস্ট্রেলিয়া জাতীয় দল। শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অস্ট্রেলীয় খেলোয়াড়দের বহনকারী বিমান।

বহুল প্রত্যাশিত সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে স্টিভ স্মিথের দল। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৭ আগস্ট, এই ম্যাচের ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এরপর দুই দলই পাড়ি জমাবে চট্টগ্রামে। সেখানে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ, যার ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য টেস্ট শেষে বাংলাদেশ ত্যাগ করবে অজিরা।

Also Read - অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর 'রকেট'

মূল লড়াইয়ে নামার আগে অবশ্য প্রস্তুতি-পর্ব সেরে নিতে অস্ট্রেলিয়া খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট। তবে এখনও নিশ্চিত হয়নি ম্যাচটির ভেন্যু। ফতুল্লায় জলাবদ্ধতার কারণে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে প্রস্তাব করা হলেও পরবর্তীতে প্রস্তাব নাকচ করে দেয় অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এর মাঠ দেখানো হয় সিএ-এর দুই সদস্যের প্রতিনিধি দলকে। এই মাঠকে ভেন্যু হিসেবে মেনে নিতে প্রতিনিধি দল আপত্তি না দেখালেও এখনও অনিশ্চিত ভেন্যু নির্ধারণ। কারণ নির্ধারিত সময়ের মধ্যে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম প্রস্তুত হয়ে গেলে সেখানেই প্রস্তুতি ম্যাচ খেলতে নাম্বেন স্মিথ-ওয়ার্নাররা।

ঢাকায় অস্ট্রেলিয়া দল আবাস গড়বে হোটেল রেডিসন ব্লু-তে। চট্টগ্রামে সফরকারীরা থাকবে চট্টগ্রাম রেডিসনে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ইতিহাস গড়ে জিতল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে উড়িয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

বোলারদের দিনে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

আইসিসির অনুমতি পেল পার্থ স্টেডিয়াম

Leave A Comment